শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


আলেমদের উদ্যোগে দীর্ঘ ১৩ বছরের যাত্রাপালা বন্ধ হয়ে শুরু হচ্ছে ওয়াজ মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

কিশোরগঞ্জের নিকলি থানার কারপাশা ইউনিয়ন পরিষদের নানশ্রী চেয়ারম্যান বাজারে দীর্ঘ ১৩ বছরের যাত্রাপালা বন্ধ হয়ে শুরু হচ্ছে ওয়াজ মাহফিল।

আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ বড় কাজারের জামিয়া ইসলামিয়া মাদরাসার মুহাদ্দিস মুফতি মিসবাহ উদ্দীন রাহমানী আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এলাকার কিছু মুখলিস মানুষের প্রচেষ্টায় দীর্ঘ ১৩ বছর যাবত চলমান যাত্রাপালা অনুষ্ঠান মাহফিলে রুপান্তর হয়েছে। এ মহতি কাজে যারা এগিয়ে এসেছেন তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য বর্তমান রানিং চেয়ারম্যান, দুই দুইবারের সফল চেয়ারম্যান তাকি আমান খান।

তিনি আরো জানান, যাত্রাপালের কমিটির সদস্য প্রায় ৮০ জন। এদের নেতৃত্ব দিতেন মোঃ আজিজুল হক নিয়াশা,বাছির উদ্দিন বাচ্চু মেম্বার, মোঃ আফতাব উদ্দিন আফতু বিশেষভাবে উল্লেখযোগ্য। এলাকার আলেমদের দাওয়াতে তারা তওবা করে ফিরে এসেছেন। যাত্রাপালার জায়গায় মাহফিল করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন।

ওলামায়ে কেরামের মধ্যে যারা দীর্ঘ অনেক বছর যাবত এই যাত্রাপাল বন্ধের ব্যাপারে জোড় প্রচেষ্টা চালিয়ে আসছেন এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য মাওলানা মুফতি মিফবাহ উদ্দিন রাহমানি মাওলানা আনোয়ার হোসাইন আশরাফী মাওলানা আলা উদ্দিন মাওলানা শরিফ বিন মুর্শিদ এছাড়াও স্থানীয় ওলামায়ে কেরামের বিশেষ অবদান রেখেছেন।

তিনি বলেন, ভাটি নানশ্রী দারুল কোরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষ্যে ও নানশ্রী বাণিজ্য মেলার উদ্যোগে ১১ ও ১২ ফেব্রুয়ারি ২ দিন ব্যাপী এ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।

ওয়াজ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন, ৩নং কারপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকি আমান খান (আমান)।

ওয়াজ করবেন, মাওলানা শরফুদ্দীন হুসাইন, খতিব, নূর মসজিদ, কিশোরগঞ্জ, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, প্রতিষ্ঠাতা পরিচালক, মারকাযুত তারবিয়া বাংলাদেশ, সাভার ঢাকা। মাও. ফয়জুল্লাহ নোমানী ঢাকা, মুফতি সাজিদুর রহমান, মুফতি আজিজুল হক ইয়াকুবী ঢাকাসহ আরো অনেকে।

মাহফিলে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন, ভাটি নানশ্রী দারুল কোরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আনোয়ার হুসাইন আশরাফি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ