রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির ফুলপুরে জমিয়তের কমিটি গঠন স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই: সিইসি নাসির উদ্দীন

ধর্মহীন শিক্ষার কুফল: একটি জানাযা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি আমিমুল ইহসান।।

আজ (বুধবার ৮ ফেব্রুয়ারি) ফজরের সময় আমাদের বাসার একজন ভাড়াটিয়ার মৃত্যু সংবাদ আসে। মসজিদে ফজর আদায় করে অষ্টম ফ্লোরে গেলাম তাকে দেখতে।

তিনি আমার খুব পরিচিত খান সাহেব। গতকাল সকালেও তার সাথে আমার কথা হয়। রাতে বাজার করে এনেছেন। এখনও বাজারের প্যাকেটগুলো খোলা হয়নি।

তিনি রাতের খাবার গ্রহণ করে স্বাভাবিক ঘুমে আচ্ছন্ন। হঠাৎ ফজরের কিছুক্ষণ পূর্বে তার স্ত্রী বিকট আওয়াজ শুনে উঠে দেখেন তিনি আর নেই। ঘুুমেই তিনি শেষ। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুর প্রস্তুতি গ্রহণের সুযোগ পেলেন না।

আজ বুধবার ওয়ারী নূর মসজিদে জোহরের পর তার জানাযা হয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে, জানাযায় তার প্রিয় একমাত্র পুত্র শরিক হয়নি। কারণ তাকে বাবার জানাযায় যাওয়ার সবক দেয়া হয়নি।

জানাযা সম্পর্কে তার কোন ইলম নেই। ইংলিশ মিডিয়ামে পড়ার কুফল। ধর্মহীন শিক্ষার কুফল। আপনার সন্তান কি আপনার জানাযায় শরিক হবে!!

আপনার সন্তান কি আপনার মৃত্যুর পর আপনার জন্য দুআ করবে? আপনার প্রশান্তির জন্য সাদাকা করবে? আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দিন।

ঈমানের সবক দিন। কুরআনময় জীবন গড়ার সবক দিন। আল্লাহর ইশক ও মহব্বতের তালিম দিন। হালাল ও হারামের পার্থক্য শিখানG পবিত্রতার তালিম দিন।

সাবাহি মকতবে পাঠান। After School মকতবে পাঠান। বিশেষ সূত্রে জানলাম এ আদরের দুলাল কোন দিন জুমা আদায় করেন না। আপনার প্রিয় সন্তানকে নামাযের তালিম দিন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ