আওয়ার ইসলাম ডেস্ক:।। আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর প্রেসিডেন্ট, মা'হাদুল ক্বিরাত বাংলাদেশ-এর পরিচালক, শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ভারত-২০২৩ এ অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন।
আজ বুধবার তিনি ভারত সফরের সূচনা করেন। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
ইক্বরা'র সভাপতি ক্বারী আহমাদ বিন ইউসুফ জানান ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে কুরআনের অমীয় বাণী পৌঁছে দিতে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ইক্বরা এ সম্মেলন আয়োজনের উদ্যোগ গ্রহণ করে।
এ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে ইন্দোনেশিয়ার বিখ্যাত ক্বারী দাসরিজাল নাইনিন, মালয়েশিয়ার ক্বারী মুহাম্মাদ হুসাইনি বিন মাহমুর, ভারতের ক্বারী মানজুর আহমাদ এবং এ কে মানজুর অংশগ্রহণ করবে।
সম্মেলন শেষে ক্বারী আহমাদ ইউসুফ আযহারী আগামী ২১ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বলে জানিয়েছেন।
-এটি