শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ ।। ৯ ফাল্গুন ১৪৩১ ।। ২৩ শাবান ১৪৪৬

শিরোনাম :
‘নামাজী মানুষের সংখ্যা বৃদ্ধি পেলে অপরাধপ্রবণতা সহনীয় পর্যায়ে চলে আসবে’ আমাদের ঐক্যবদ্ধ শক্তিকে আগামীর ইসলামের জন্য কাজে লাগাতে হবে: আজহারী বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ও সভাপতি পরিষদ নির্বাচন সম্পন্ন ‘কুরআনের সাথে সম্পৃক্ততা মানুষকে আলোকিত করে’ মসজিদে হারাম ও নববীতে তারাবি পড়াবেন ১৫ ইমাম সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে দেশবাসীকে নিয়ে আন্দোলন হবে : সিইসি স্থানীয়-জাতীয় নির্বাচন নিয়ে যা বললেন জামায়াত আমির ইসলামবিরোধী অপতৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি নেজামে ইসলাম পার্টির চীন সফরে যাচ্ছেন মাওলানা আতাউল্লাহ আমীন কালেমা তাইয়্যেবা হচ্ছে ঐক্যের মূল সূত্র: খেলাফত আন্দোলন ঢাকা মহানগর

মানুষ আদম সন্তান, বানর সন্তান নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাহিদুল ইছলাম: দুনিয়াতে যত মাখলুক আছে আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষকে মানুষ থেকে, পশুকে পশু থেকে, গাছকে গাছ থেকে, জীব-জন্তুকে জীব-জন্তু থেকে আল্লাহ সৃষ্টি করেছেন।

মানুষ সৃষ্টি শুরু করেছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে। পবিত্র কুরআনের সূরা হুজুরাত এর ১৩ নং আয়াতে আল্লাহ তা'আলা বলেন يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى ........ إلخ অর্থাৎ: হে মানুষেরা! আমি তোমাদেরকে সৃষ্টি করেছি পুরুষ ও নারী থেকে।

আল্লাহ তাআলা বলতেছেন, পুরুষ ও নারীর শরীয়ত সম্মত বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আল্লাহর নির্দেশ ও নবীজির সুন্নত অনুযায়ী স্ত্রী সহবাসের মাধ্যমে নর-নারীর বীর্যের ফোটা থেকে মানুষের সৃষ্টি। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন পুরুষ-নারীর সহবাসের মাধ্যমে। যারা বিশ্বাস করতে চায়/বলতে চায় যে, মানুষ বানর থেকে সৃষ্টি।

তাদের বিশ্বাস/কথা আল্লাহর কোরআন বিরোধী হয়। আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে। তাঁর বাম পাঁজর থেকে হযরত হাওয়া আলাইহাস সালামকে সৃষ্টি করেছেন। এরপর থেকেই মানুষের সৃষ্টি পুরুষ ও নারীর সহবাসের মাধ্যমে। বানর সৃষ্টি বানরের বীর্য থেকে। আল্লাহ তাআলা কুরআনের বিভিন্ন আয়াতে বলেছেন যে, মানুষ মাটি ও বীর্য থেকে সৃষ্টি। কোরআনের সূরা মুমিন এর ৬৭ নং আয়াতে আল্লাহ বলেন هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا ......... إلخ

অর্থাৎ: তিনিই আমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে, তারপর শুক্রবিন্দু থেকে, তারপর জমাট রক্ত থেকে, তারপর জমাট বাঁধা থেকে, তারপর শিশু বানিয়ে বের করেছেন।

কোরআনের আয়াতের সাংঘর্ষিক না বুঝে/না ভেবে হক্কানী আলেমদের থেকে ভালো করে জেনে নেওয়ার আহ্বান ও দাওয়াত রইল। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝ দান করুন। আমীন!

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ