শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান' বইয়ের মোড়ক উন্মোচন ২৫ নভেম্বর ‘আলেমদের নেতৃত্বেই কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব’ বইমেলায় ‘সঠিক নিয়মে হাতের লেখা প্রশিক্ষণ বাংলা’-এর মোড়ক উম্মোচন সিলেটে জমিয়তে উলামায়ে ইসলামের সমাবেশ শনিবার সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে আলেম রাজনীতিবিদরা খালেদা জিয়াকে পেয়ে সেনাকুঞ্জ গর্বিত: প্রধান উপদেষ্টা লক্ষ্মীপুর মারকাযুন নূরে ১১ মাসে হাফেজ হল ১১ বছরের শিশু আফসার যেসব অভ্যাস নীরবে মস্তিষ্কের ভয়াবহ ক্ষতি করে বৈষম্য ও অন্যায় নির্মূলে খেলাফত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই: মজলিস আমীর আওয়ামীলীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান খেলাফত মজলিসের

মানুষ আদম সন্তান, বানর সন্তান নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাহিদুল ইছলাম: দুনিয়াতে যত মাখলুক আছে আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষকে মানুষ থেকে, পশুকে পশু থেকে, গাছকে গাছ থেকে, জীব-জন্তুকে জীব-জন্তু থেকে আল্লাহ সৃষ্টি করেছেন।

মানুষ সৃষ্টি শুরু করেছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে। পবিত্র কুরআনের সূরা হুজুরাত এর ১৩ নং আয়াতে আল্লাহ তা'আলা বলেন يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى ........ إلخ অর্থাৎ: হে মানুষেরা! আমি তোমাদেরকে সৃষ্টি করেছি পুরুষ ও নারী থেকে।

আল্লাহ তাআলা বলতেছেন, পুরুষ ও নারীর শরীয়ত সম্মত বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আল্লাহর নির্দেশ ও নবীজির সুন্নত অনুযায়ী স্ত্রী সহবাসের মাধ্যমে নর-নারীর বীর্যের ফোটা থেকে মানুষের সৃষ্টি। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন পুরুষ-নারীর সহবাসের মাধ্যমে। যারা বিশ্বাস করতে চায়/বলতে চায় যে, মানুষ বানর থেকে সৃষ্টি।

তাদের বিশ্বাস/কথা আল্লাহর কোরআন বিরোধী হয়। আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে। তাঁর বাম পাঁজর থেকে হযরত হাওয়া আলাইহাস সালামকে সৃষ্টি করেছেন। এরপর থেকেই মানুষের সৃষ্টি পুরুষ ও নারীর সহবাসের মাধ্যমে। বানর সৃষ্টি বানরের বীর্য থেকে। আল্লাহ তাআলা কুরআনের বিভিন্ন আয়াতে বলেছেন যে, মানুষ মাটি ও বীর্য থেকে সৃষ্টি। কোরআনের সূরা মুমিন এর ৬৭ নং আয়াতে আল্লাহ বলেন هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا ......... إلخ

অর্থাৎ: তিনিই আমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে, তারপর শুক্রবিন্দু থেকে, তারপর জমাট রক্ত থেকে, তারপর জমাট বাঁধা থেকে, তারপর শিশু বানিয়ে বের করেছেন।

কোরআনের আয়াতের সাংঘর্ষিক না বুঝে/না ভেবে হক্কানী আলেমদের থেকে ভালো করে জেনে নেওয়ার আহ্বান ও দাওয়াত রইল। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝ দান করুন। আমীন!

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ