শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসানের ইন্তেকালে খেলাফত মজলিসের শোকপ্রকাশ কাল ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় রোজায় বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে বিএনপি মহাসচিবের শোক রাষ্ট্রপতি নির্বাচনসহ যেসব সুপারিশ সংস্কার কমিশনের বাংলাদেশিদের সুখবর দিলো ইতালি, পুনরায় ভিসা দেওয়ার সিদ্ধান্ত হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনে কোনো সাফাই নয়: সারজিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে সিলেট মহানগর জমিয়তের শোক পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু দাবি পূরণে ৭ দিনের আল্টিমেটাম ব্যাটারিচালিত রিকশাচালকদের

এ বছর থেকে হজ ফ্লাইট চালাবে তিন এয়ারলাইন্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছর বাংলাদেশ থেকে তিনটি এয়ারলাইন্স হজ ফ্লাইট পরিচালনা করবে। যেখানে একটি রাষ্ট্রীয় পতাকাবাহী ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’। বাকি দুটি এয়ারলাইন্স সৌদি আরবের- ‘সৌদিয়া’ ও ‘ফ্লাইনাস’।

আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে ফ্লাইট সূচি চূড়ান্ত করে তা মন্ত্রণালয়ে জমা দিতে তিন এয়ারলাইন্সকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে ডলারের দাম বাড়ার কারণে এ বছর বিমান ভাড়া কিছুটা বাড়তে পারে।

করোনাভাইরাসের কারণে দুই বছর বন্ধ থাকার পর ২০২২ সালে বাংলাদেশ থেকে সাড়ে ৫৭ হাজার মুসল্লি হজে যান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যান ৪ হাজার, বাকিরা যান বেসরকারি ব্যবস্থাপনায়। এসব এয়ারলাইন্স এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ যাত্রীকে বহন করবে।

সূত্র জানায়, সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী ৫৭ হাজার হজযাত্রীর অর্ধেক বহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি অর্ধেক করবে সৌদিয়া ও ফ্লাইনাস।

গত বছর বিমান ৭৫টি ফ্লাইটে ৩১ হাজার যাত্রী বহন করে। এবার সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার, বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ মুসল্লি হজে যাবেন।

চলতি বছর বয়সের সর্বোচ্চ সীমার শর্ত তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ ৬৫ বছরের বেশি বয়সীরাও হজে যেতে পারবেন। এ বছর বাংলাদেশি হজযাত্রীদের ৭০ শতাংশ অর্থাৎ ৮৯ হাজার ৩৮ জন জেদ্দা বিমানবন্দর দিয়ে যাওয়া-আসা করবেন। বাকি ৩০ শতাংশ অর্থাৎ ৩৮ হাজার ১৬০ জন যাতায়াত করবেন মদিনা বিমানবন্দর দিয়ে।

সূত্র জানায়, গত বছরের মতো এবারও এই তিন এয়ারলাইন্সকে হজযাত্রী আনা-নেওয়ার অনুমতি দিয়েছে সৌদি সরকার। ইতোমধ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে এ বিষয়ে চুক্তি হয়েছে। এয়ারলাইন্স তিনটিকে ফ্লাইট সূচির অনুমোদন নিতে হবে সৌদি আরবের ‘জেনারেল অথরিটি ফর সিভিল অ্যাভিয়েশন’ (গাকা) থেকে। আগামী ৬ ফেব্রুয়ারির আগেই তা করতে বলা হয়েছে।

বিমান সূত্রে জানা গেছে, ইতোমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস হজযাত্রীদের বিমান ভাড়া ৭০ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। বিমানের এ প্রস্তাব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় হয়ে ধর্ম মন্ত্রণালয়ে পৌঁছেছে। গত বছর হজযাত্রীদের বিমান ভাড়া ছিল ১ লাখ ৪০ হাজার টাকা।

বিমান বলছে, গত হজ মৌসুমের তুলনায় চলতি বছর জেট ফুয়েলের দাম বেড়েছে প্রায় ১৯ শতাংশ। একই সময়ে বাংলাদেশি টাকার বিপরীতে ডলারের বিনিময় হার ২১ দশমিক ৪২ শতাংশ বেড়েছে।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ