আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগ সরকার কখনো ইসলামের বিরুদ্ধে কিছু করেনি, করবেও না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেছেন, নতুন শিক্ষা পাঠ্যক্রমে কোনো ভুল থাকলে তা সংশোধন করা হবে। এ নিয়ে অপপ্রচার চলছে। আওয়ামী লীগ সরকার কখনো ইসলামের বিরুদ্ধে কিছু করেনি, করবেও না।
সোমবার (৩০ জানুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কৃতী শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
জানা গেছে, অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১০৩ জন কৃতী শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক তুলে দেন শিক্ষামন্ত্রী।
এদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী ৯৬ জনকে অগ্রণী ব্যাংক থেকে ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’, দর্শন বিভাগের পাঁচজনকে ‘ড. মমতাজ উদ্দিন আহমদ স্বর্ণপদক’, চিকিৎসা অনুষদের দুজন শিক্ষার্থীকে ‘ডা. এ কে খান স্বর্ণপদক’ দেওয়া হয়েছে।
-এসআর