শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান ঢাকাস্থ চাঁদপুর ফোরামের সেতুবন্ধন সভা অনুষ্ঠিত

মাওলানা হানিফ জালান্ধরির সঙ্গে দেশের আলেমদের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। দেশের আলেমদের সঙ্গে মতবিনিময় করেন পাকিস্তানের কওমি মাদরাসাসমূহের সবচেয়ে বড় শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি।

আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে উচ্চতর গবেষণামূলক প্রতিষ্ঠান মারকাযুল ফিকরিল ইসলামি ঢাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে সকালে ঢাকার হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

কওমি মাদরাসার শিক্ষা সিলেবাসের মানোন্নয়ন-সংস্কার ও বাংলা ভাষায় বিভিন্ন মৌলিক গ্রন্থ রচনা করার বিষয়ে গুরুত্বারূপ করেন তিনি। এছাড়াও দু’দেশের শিক্ষা সিলেবাসের মানোন্নয়ন এবং শিক্ষকদের পাঠদান প্রশিক্ষণের বিষয়েও কথা বলেন তিনি। ছাত্রদের মাঝে আদব-আখলাক ছড়িয়ে দেয়া, হিফজ শিক্ষার্থী ও শিশুদের শিক্ষার পদ্ধতিগত উন্নয়ন কতটা জরুরি এ বিষয়েও আলোচনা করেছেন মাওলানা হানিফ জালান্ধরি।

বিশেষ করে গায়রে হাফেজদের সিহহাতে কুরআনের ব্যাপারে কঠোরতা আরোপ করে তিনি বলেন, আমরা সিহহাতে কুরআনের পরীক্ষায় উত্তীর্ণ না হলে সনদ দিচ্ছি না। আপনারাও বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন বলে আশা করি।

মিডিয়ার গুরুত্ব সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, বর্তমান বিশ্বে দীনের কাজের জন্য মিডিয়া একটি উত্তম মাধ্যম। আমাদের দেশের উলামায়ে কেরাম মিডিয়াকে দাওয়াতের মাধ্যম হিসেবে দেখছেন। যারা মিডিয়ায় কাজ করছেন তাদের প্রতি পূর্ণ সমর্থন প্রদান করে আসছেন।

বাংলাদেশ, পাকিস্তান, আমেরিকা, ভারত, ইন্দোনেশিয়াসহ গোটা বিশ্বের কওমি মাদরাসাগুলোর বিষয়ে তিনি বলেন, বিশ্বের যে প্রান্তেই বেফাকের মত এদারা আছে, বোর্ড আছে, তারাই সফলতার মুখ দেখছে। তবে বিষয়ে হচ্ছে খুব গুরুত্বের সাথে সিলেবাস প্রণয়ন করা ও শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা করতে হবে। তাহলেই আমরা পরিপূর্ণ সফল হবো ইনশাআল্লাহ।

এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, গবেষণামূলক প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা মাদরাসা পরিচালক মুফতি আরশাদ রাহমানি, জামিয়া রাহমানিয়া আজিজিয়ার মুহতামিম, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা মাদরাসা প্রধান মুফতি, মুফতি ইনামুল হক, হারদুয়ী হজরতের খলিফা মুফতি সুহাইল আহমাদ, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের শরিয়াহ সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ, গবেষক মুফতি শাহেদ রহমানী প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ