রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

হাদিস গবেষণায় বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান আল্লামা মারুফীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসমাইন বিন জলিল
মিরপুর থেকে

বাংলাদেশের প্রেক্ষাপটে মাদরাসা শিক্ষার্থীদের হাদিস গবেষণায় বিশেষভাবে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের দারুল উলুম দেওবন্দের উচ্চতর হাদিস বিভাগের প্রধান আল্লামা আব্দুল্লাহ মারুফী।

সোমবার (২৬ ডিসেম্বর) রাজধানীর ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম ঢাকা কর্তৃক আয়োজিত ইলমে হাদিস সেমিনারে তিনি এ আহ্বান জানান।

আল্লামা আব্দুল্লাহ মারুফী বলেন, বর্তমানে হাদিস গবেষণার ক্ষেত্রে উলামায়ে কেরাম অধিকতর পূর্বের তুলনায় বর্তমানে গুরুত্বের সাথে গ্রহণ করেছেন।

তিনি বলেন, হাদিস পড়ার উদ্দেশ্য হচ্ছে মাযহাব সম্পর্কে স্পষ্ট ধারণা নেওয়া এবং মাযহাবকে তাহকিক ও দালিলিক আন্দাজে অনুধাবন করা। এ কারণে শিক্ষার্থীরে হাদিস গবেষণায় গুরুত্বারোপ করা উচিৎ।

সেমিনারে ভারতের প্রখ্যাত এ আলেম ও হাদিস বিশারদ উলুমুল হাদিসের গুরুত্বপূর্ণ বিষয় ইলমুর রিজাল, ইলমুল ইসতিলাহাত ইত্যাদি বিষয়ে সেমিনারে জ্ঞানগর্ভ আলোচনা করেন।

বাদ মাগরিব থেকে শুরু হওয়া হাদিসের এ সেমিনারে শিক্ষার্থীরা হাদিস বিষয়ক বিভিন্ন বক্তত্ব্য পেশ করেন। হাদিস বিষয়ক আলোচনা করেন মাওলানা আব্দুস সালাম নোমানী।

এছাড়াও সেমিনার অনলাইনের মাধ্যমে মালয়েশিয়া থেকে সংযুক্ত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার হাদিস বিভাগের অধ্যাপক প্রফেসর ড. আবুল লাইস ইস খায়রাবাদি।

দারুল উলুম ঢাকার মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি রেজাউল হক মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে সেমিনারে মাওলানা আব্দুস সালাম নোমানীসহ স্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

আরএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ