মুফতি জিয়াউর রহমান: ইসলাম গ্রহণ করার পরও বাবা-মার সাথে যোগাযোগ রক্ষা করা ইসলামে অনুমোদিত৷ ভিন্ন ধর্মাবলম্বী হলেও তাদের সাথে সদাচরণ করতে ইসলাম উৎসাহিত করেছে৷
এমনকি ইসলাম গ্রহণকারী সন্তানের ভিন্ন ধর্মাবলম্বী পিতা-মাতাকে তার 'পিতা-মাতা'র স্বীকৃতি ও মর্যাদা দিয়েছে৷ যদিও আল্লাহর হুকুমবিরোধি কোনো হুকুম মানার অনুমতি নেই৷
সুতরাং ফাতেমা অর্পার বাবা-মা তাদের সন্তানকে চিরতরে হারিয়ে ফেলছেন এই আশঙ্কা করার কোনো অর্থ নেই৷ এটা তাদের বোঝানো উচিত৷ জোরজবরদস্তি করে ধর্ম গ্রহণও করানো যায় না৷ বুঝে-শুনে ধর্ম ত্যাগ করতে চাইলে জোর করে রাখাও যায় না৷
এদেশে অসংখ্য মুসলিম নর-নারীকে ভুলভাল বুঝিয়ে, বিভিন্ন প্রলোভন দেখিয়ে যে সংবিধান ও আইনের সুযোগে ধর্মান্তরিত করা হচ্ছে, সে আইনেই ফাতেমা অর্পা ইসলাম গ্রহণ করেছে৷ এবং সে আইনই তার ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে৷
সুতরাং ফাতেমা অর্পাকে স্বাধীনভাবে তার ধর্ম পালনের ব্যবস্থা ও নিরাপত্তা দেয়া রাষ্ট্রের আইনগত দায়িত্ব৷ অন্য সকলের তার পক্ষে থাকা ও নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করা নৈতিক ও ঈমানী দায়িত্ব৷
নিঃসন্দেহে নতুন হেদায়াতপ্রাপ্ত ইসলাম গ্রহণকারী ভাই-বোনেরা আমরা গোনাহগার মুসলিমদের চাইতে উত্তম৷ কেননা ইসলাম গ্রহণ করার পর তাদের পেছনের সকল গোনাহ মাফ হয়ে গেছে৷ এমন নিষ্পাপ বান্দা-বান্দি আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়৷
অনেক ঝড়-ঝাপ্টা, কুরবানি ও পরীক্ষার পর রয়েছে তাদের জন্য মহা সুসংবাদ৷
-এটি