রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

বাংলাদেশে আসলেন নদওয়াতুল উলামা লাখনৌ সিনিয়র মুহাদ্দিস মুফতি মুহাম্মদ যায়েদ মাজাহেরী নদভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। বাংলাদেশে আসলেন হাকীমুল উম্মত আশরাফ আলী থানবী'র জ্ঞান-বিজ্ঞান ও দর্শনের বিশিষ্ট গবেষক, সিনিয়র মুহাদ্দিস ও মুফতি দারুল উলুম নদওয়াতুল উলামা লাখনৌ মাওলানা মুফতি মুহাম্মদ যায়েদ মাজাহেরী নদভী।

গতকাল শনিবার ২৪ডিসেম্বর বিকালে ঢাকা শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ। বাদ মাগরিব উত্তরায় ১৪ নং সেক্টর মাঠে ইসলামী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন। রাত্রিযাপন মাদরাসাতুল হুদা বাসাবোতে।

২৫ ডিসেম্বর রবিবার সকালে মাওলানা মাহফুজুল হকের বাসায় নাস্তা এবং ৯:০০ টায় জামিয়া আজিজিয়ার উলামা তালাবার উদ্দেশ্যে বয়ান।
দুপুর ১২:০০ টায় ফরিদাবাদ মাদরাসার ইফতা ও সকল তাখাস্সুস বিভাগের ছাত্রদের উদ্দেশ্যে 'মুহাজারা' পেশ।

বাদ যহোর মাদরাসা মসজিদে আম বয়ান। বাদ আছর জামিয়া ইসলামিয়া লালমাটিয়ায় উলামা তালাবার উদ্দেশ্যে বয়ান। রাতে ধানমন্ডিস্থ হাফেজ কমর সাহেবের বাসায় রাতের খাবার। বাসাবোস্থ মাদরাসাতুল হুদায় রাত্রিযাপন।

সোমবার সকালে ডাক্তার শাহাবুদ্দিনের বাসায় নাস্তা ও বয়ান। অতঃপর ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা এবং ময়মনসিংহ শহরস্থ জামিয়া আরাবিয়া মাখজানুল উলুমে উলামা তালাবার উদ্দেশ্যে বয়ান। বিকেলে ভালুকাস্থ মাদরাসাতুল হুদা ভালুকা শাখার বার্ষিক ইসলামী সম্মেলনে অংশগ্রহণ ও প্রধান মেহমান হিসেবে বয়ান।

মঙ্গলবার বাদ ফজর জামিয়া রশিদিয়া ফেনীর উদ্দেশ্যে রওনা। বাদ যহোর উলামা তালাবার উদ্দেশ্য বয়ান পেশ। বাদ আছর হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা ও জামিয়া হুসাইনিয়া শায়েস্তাগঞ্জের ওয়াজ মাহফিলে প্রধান মেহমান হিসেবে অংশগ্রহণ ও বয়ান এবং সেখানে রাত্রিযাপন।

বুধবার সকালে শ্রীমঙ্গলস্থ তালিমুদ্দীনের প্রোগ্রামে অংশগ্রহণ। ঢাকায় ফেরার পথে মুন্সীগঞ্জ দেওভোগ মাদরাসার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ ও বয়ান। অতঃপর মাদরাসাতুল হুদা বাসাবোতে রাত্রিযাপন।

বৃহস্পতিবার সকালে মারকাযুদ দাওয়া আল ইসলামিয়া ও মাদসাতুল মাদীনা জিয়ারত এবং মুফতি মুহাম্মদ আবদুল মালিক সাহেব ও মাওলানা আবু তাহের মেসবাহ আদীব সাহেব হুজুরের সাথে সৌজন্য সাক্ষাৎ। বাদ যহোর খিলগাঁওস্থ খিদমাহ হসপিটাল পরিদর্শন।

বাদ আছর থেকে মাদরাসাতুল হুদা বাসাবোতে অনুষ্ঠিত ' হজরত থানবী আওর মাসলাকে রাহে ই'তেদাল' দ্বীনের সকল ক্ষেত্রে হজরত থানবী'র মধ্যপন্থারীতি অবলম্বন শীর্ষক আলোচনাসভায় অংশগ্রহণ প্রবন্ধপাঠ ও প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ এবং সেখানে রাত্রিযাপন।

শুক্রবার বাদ ফজর টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠস্থ টিনশেট মসজিদে সাথীদের উদ্দেশ্যে বয়ান। সকাল ৯:০০ টায় বাসাবোস্থ মারকাযুত তালীম ওয়াত তারবিয়া লিল বানাত এ মাস্তুরাতের উদ্দেশ্যে বয়ান। বিমানবন্দরস্থ মাদরাসা বাবুস সালামে জুমা আদায় ও মেহমানদারি গ্রহণ। বিকেল ৪:৪৫ মিনিট এর ফ্লাইটে হিন্দুস্থানের উদ্দেশ্য বাংলাদেশ ত্যাগ করবেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ