আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, আজারবাইজানকে সঙ্গে নিয়ে নতুন যুগের সূচনা করতে চাই।
কৃষ্ণ সাগরে আবিষ্কৃত প্রাকৃতিক গ্যাস তুরস্কের জাতীয় গ্রিডে সংযুক্ত করার বিষয়ে এক আলোচনাসভায় এরদোগান এ কথা বলেন। খবর ইয়েনি সাফাকের।
আজ রোববার এরদোগান ঘোষণা দেন, কৃষ্ণ সাগরে তুরস্ক অনুসন্ধান করে ৫৪০ বিলিয়ন ঘনমিটার বা ১৯ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস আবিষ্কার করেছেন।
তুরস্কের অনুসন্ধানী জাহাজ ফাতিহ, ইয়াভুজ ও কানুনি কৃষ্ণ সাগরে এখনো কাজ চালিয়ে যাচ্ছে। এ সময় এরদোগান বলেন, আজারবাইজানকে সঙ্গে নিয়ে এ অঞ্চলে নতুন যুগের মাইলফলক স্থাপন করছে তুরস্ক।
তুরস্কের এরজুরাম প্রদেশে রোববার এক সমাবেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি। সোমবার এ ব্যাপারে বিস্তারিত জানিয়ে সংবাদ সম্মেলন করবেন বলেও জানান এরদোগান।
এ সময় তিনি আরও বলেন, আমরা ইসলামি বিশ্বের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করছি। আফ্রিকা ও বলকান অঞ্চলের সঙ্গে সম্পর্ক অটুট রাখতে চায় তুরস্ক।
এ ছাড়া রাশিয়া, চীন, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আঙ্কারা সুসম্পর্ক বজায় রাখতে বদ্ধপরিকর।
-এটি