আওয়ার ইসলাম ডেস্ক: খুলনায় প্রথমবারের মতো পাঁচ দিনব্যাপী ইসলামী বইমেলা শুরু হয়েছে। নগরীর গল্লামারী লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে এ মেলা। ২১ ডিসেম্বর শুরু হওয়া এ মেলা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। ইতিমধ্যেই বইমেলা জমে উঠেছে।
বাংলাদেশ সৃজনশীল ইসলামী পুস্তক প্রকাশক সমিতি এ মেলার আয়োজন করেছে। ইসলামী বইমেলায় অংশগ্রহণ করবে দেশের অভিজাত ও শীর্ষ প্রকাশনা সংস্থাগুলো। সাপ্তাহিক ছুটির দিনে (শুক্রবার) ক্রেতা ও দর্শনার্থীতে মেলার মাঠ মুখোরিত।
জানা গেছে, দেশের স্বনামধন্য ইসলামী বইয়ের ২৪টি প্রকাশনা খুলনার এ মেলায় অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চালু থাকবে। মেলা শেষ হবে আগামী ২৫ ডিসেম্বর।
মুসলিম ধর্মাবলম্বীরা নিজের ধর্মজ্ঞান, বৃদ্ধি এবং ইসলামিক সমাজ ও নৈতিক জীবন-যাপনের জন্য ইসলামিক বইয়ের বিকল্প নেই। বিষয়টি সামনে রেখেই পবিত্র কোরআনের অনুবাদ, তাফসির, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ মেলায় পাওয়া যাবে।
-এসআর