আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের পর বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (নন্দীগ্রাম ও কাহালু) আসন শূন্য হয়েছে।
বগুড়া এই দুই আসনে উপনির্বাচনে প্রার্থী হতে কেন্দ্রে দৌড়ঝাঁপ শুরু করেছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জাসদসহ বিভিন্ন দলের নেতারা।
সেই সাথে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী এলাকায় ব্যাপক তৎপরতা শুরু করেছেন। তবে এই নির্বাচনে অংশ নিচ্ছেন না কোনো ইসলামিক দলের প্রার্থী।
বিএনপি ও ইসলামী দলগুলো অংশগ্রহণ না করার ফলে রাজনীতির মাঠ সরগরম হলেও নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষদের তেমন কোনো আগ্রহ নেই।
ইসলামী দলগুলোর দলীয় সূত্রে জানা গেছে, তারা তত্ত্বাবধাক সরকারের অধিনে ছাড়া নির্বাচনে অংশ গ্রহণ করবেন না। উল্লেখ্য, উক্ত আসনে নির্বাচন কমিশন (ইসি) উপনির্বাচনের তফসিল ঘোষনা করেছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৫ জানুয়ারি। যাচাই-বাচাই ৮ জানুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন ১৫ জানুয়ারি। আগামী ১ ফেব্রুয়ারি বুধবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে।
-এটি