শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান' বইয়ের মোড়ক উন্মোচন ২৫ নভেম্বর ‘আলেমদের নেতৃত্বেই কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব’ বইমেলায় ‘সঠিক নিয়মে হাতের লেখা প্রশিক্ষণ বাংলা’-এর মোড়ক উম্মোচন সিলেটে জমিয়তে উলামায়ে ইসলামের সমাবেশ শনিবার সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে আলেম রাজনীতিবিদরা খালেদা জিয়াকে পেয়ে সেনাকুঞ্জ গর্বিত: প্রধান উপদেষ্টা লক্ষ্মীপুর মারকাযুন নূরে ১১ মাসে হাফেজ হল ১১ বছরের শিশু আফসার যেসব অভ্যাস নীরবে মস্তিষ্কের ভয়াবহ ক্ষতি করে বৈষম্য ও অন্যায় নির্মূলে খেলাফত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই: মজলিস আমীর আওয়ামীলীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান খেলাফত মজলিসের

স্কলারশিপ দিচ্ছে সৌদি আরবের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর এবং পিএইচডি করার সুযোগ দিচ্ছে সৌদি আরবের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আবেদনের শেষ সময় ১৭ ডিসেম্বর ২০২২।

কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়ের নামকরন করা হয়েছে বাদশাহ ফাহাদের নামানুসারে। বাদশাহ ফাহাদ সৌদি আরবের একজন বাদশা ছিলেন এবং তাকে সৌদি আরবের অন্যতম বিখ্যাত এবং বিশিষ্ট বাদশা হিসেবে গণ্য করা হয়। তার নামে, মক্কায় একটি গেট রয়েছে যাকে বলা হয় কিং ফাহাদ গেট, আল-হারামের পূর্ব প্রান্তে অবস্থিত যাকে পবিত্র মসজিদও বলা হয় এবং মক্কার গ্র্যান্ড মসজিদ বা গ্রেট মসজিদ।

সুযোগ-সুবিধাঃ
• শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনাবেতনে পড়াশুনার সুযোগ।
• শিক্ষার্থীদের মাসিক ভাতা হিসেবে ৪০০০ সৌদি রিয়াল প্রদান করা হবে। (বাংলাদেশী টাকায় প্রায় ৯০ হাজার
টাকা)।
• আবাসন সুবিধা।
• স্বাস্থ্য বীমা এবং বিনামূল্যে শিক্ষাসামগ্রী প্রদান করা হবে।
• বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বিনামূল্যে খাবার।
• গবেষণা ও বই প্রকাশের সুযোগ।
• বিমানে আসা-যাওয়ার খরচ ।

আবেদন করার যোগ্যতাসমূহঃ
• আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
• ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে ।
• পিএইচডির জন্য ২ বছরের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
• মাস্টার্সের জন্য ৪ বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে।
• ভর্তির জন্য একাডেমিক ফলাফল ( সিজিপিএ) সর্বনিম্ন ৩.০০ থাকতে হবে ৪.০০ এর মধ্যে।
• একাডেমিক ফলাফল ভালো হতে হবে।

প্রয়োজনীয় নথি:
• জাতীয় পরিচয়পত্র ।
• একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
• তিনটি রেফারেন্স লেটার।
• পাসপোর্ট সাইজের ছবি।
• জীবনবৃত্তান্ত।
• ইংরেজী ভাষা দক্ষতার সনদ।( আইএলটিএস/টোফেল ) ।

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন
https://emea.radiusbycampusmgmt.com/ssc/aform/C7880tM0lk0kx6700pI675.ssc

বিস্তারিত জানতে ক্লিক করুন
http://www.kfupm.edu.sa/deanships/dgs/Pages/en/Application-Deadlines.aspx

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ