আব্দুল্লাহ আফফান: আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হলো দেশের অন্যতম ইসলামী মহাসম্মেলন চরমোনাই বার্ষিক মাহফিল। আজ সোমবার সকাল ৯টা ২০ মিনিটে আখেরী মোনাজাতের মাধ্যমে চরমোনাই বার্ষিক মাহফিল শেষ হয়।
আখেরী মুনাজাত করেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
এসময় তিনি বাংলাদেশেকে বিভিন্ন দুর্ভিক্ষ থেকে হেফাজতের জন্য দোয়া করেন। দেশের সকল দীনি প্রতিষ্ঠানের জন্য দোয়া করেন। এছাড়াও সমস্ত মুমিন, মুমিনাকে হেফাজত, মুসলিমদের উপর বিভিন্ন দেশে জুলুম নির্যাতন থেকে হেফাজতের জন্য দোয়া করেন। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে জন্য দোয়া করেন।
এসময় লাখো মুসল্লির কান্না ও রোনাজারিতে ভারি হয় পরিবেশ। দীনের উপর অটল থাকার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
এর আগে গত শুক্রবার জুমার পর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের বয়ানের মাধ্যমে মাহফিল শুরু হয়। মাহফিলে মূল ৭টি বয়ান করেছেন যথাক্রমে মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। এছাড়াও মাহফিলে দেশ ও বিদেশের বরেণ্য ওলামায়ে কেরাম মূল্যবান নসিহত পেশ করেছেন।
-এএ