আন্তর্জাতিক ডেস্ক: উত্তর মরক্কোর শহর তাজাতে বাস দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও ৪৩ জন আহত হয়েছেন।মরক্কোর প্রেস এজেন্সির (এমএপি) এক প্রতিবেদনে এ দুর্ঘটনার বিষয়ে বলা হয়েছে। তবে প্রতিবেদনে দুর্ঘটনার সঠিক সময় উল্লেখ করা হয়নি। দুর্ঘটনাটি তাজা থেকে ছয় কিলোমিটার দূরে ঘটেছে।
দুর্ঘটনার পর মরক্কোর রয়্যাল জেন্ডারমেরি দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে সরকারি আইনজীবীর তত্ত্বাবধানে একটি অফিশিয়াল তদন্ত শুরু করেছে।
এদিকে আহতদের চিকিৎসার জন্য তাজা প্রাদেশিক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়েছে।
অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) সর্বশেষ তথ্য থেকে জানা যায়, মরক্কোয় সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা গত এক দশক ধরে বেড়েই চলছে। শুধু কভিডের সময় ভ্রমণ নিষেধাজ্ঞা থাকার কারণে ২০২০ সালে সামান্য হ্রাস পায়।
উত্তর আফ্রিকার এই দেশটিতে ২০২০ সালে সড়ক দুর্ঘটনায় ৩০০৫ জনের মৃত্যুর রেকর্ড আছে। অন্যান্য পরিসংখ্যান বলছে, দেশের মোট মৃত্যুর প্রায় ৩ শতাংশ সড়ক দুর্ঘটনার জন্য ঘটে।
ওইসিডি ডাটাবেইস অনুসারে, ৩৭টি দেশের মধ্যে সড়কে মৃত্যুসংখ্যায় মরক্কো তৃতীয় স্থানে রয়েছে। যুক্তরাষ্ট্র এবং চীনের পরেই মরক্কোর অবস্থান।
-এসআর