আওয়ার ইসলাম ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ওশেনিয়া মহাদেশের দ্বীপরাষ্ট্র সলোমন দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭। সলোমন দ্বীপপুঞ্জে মঙ্গলবার প্রচন্ড ভূমিকম্প আঘাত হেনেছে। শক্তিশালী এ ভূমিকম্পের পর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, তীব্র কম্পনের কারণে টেলিভিশন থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র মাটিতে আছড়ে পড়ে। এ এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
রাজধানীর হেরিটেজ হোটেলের অর্ভ্যত্থনাকারী জয় নিশা বলেন, এটি বড়ো ধরনের ভূমিকম্প। হোটেলের কিছু জিনিসপত্র পড়ে গেছে। সকলেই ঠিক আছে। তবে আতংকিত।
ভূমিকম্পের মূল কেন্দ্রের ৩শ’ কিলোমিটারের মধ্যে সলোমন উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
-এসআর