সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আবারও শক্তিশালী বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আবারও শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরামাণু শক্তি সংস্থা।

জাপোরিঝিয়ায় হামলাকে আগুন নিয়ে খেলা বলে মন্তব্য করেছেন সংস্থাটির প্রধান। এ ঘটনায় মস্কো-কিয়েভ একে অপরকে দোষারোপ করছে।

স্থানীয়রা জানান, লাগাতার গোলাবর্ষণে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংস হয়ে গেছে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টিকে যাওয়া দুটি গির্জা। কিয়েভ জানায়, ব্যাপক ধ্বংসযজ্ঞ আর অঞ্চলগুলোর তাপমাত্রা কমে আসায় অন্যত্র চলে যাচ্ছেন সেখানকার বাসিন্দারা। এর আগে শনিবারও বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়।

জাপোরিঝিয়ায় হামলার ঘটনায় রাশিয়ার দিকেই অভিযোগের আঙুল তুলেছে ইউক্রেন। জেলেনস্কির দাবি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে চার হাজারেরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো। যদিও হামলার পেছনে ইউক্রেনই দায়ী বলে পাল্টা অভিযোগ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যম তাস জানায়, ইউক্রেনের সেনারা বিদ্যুৎকেন্দ্রটির বিদুৎ সরবরাহ লাইনে দফায় দফায় গোলাবর্ষণ করেছে।

তবে জাপোরিঝিয়া বিদ্যুৎকেন্দ্রে হামলা যে-ই চালাক না কেন, তা অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রসি। বিস্ফোরণের পরপরই বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে যায় সংস্থাটির প্রতিনিধিদল। রাফায়েল গ্রসি জানান, হামলায় বিদ্যুৎকেন্দ্রের কিছু ভবন, উৎপাদন ব্যবস্থা ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় জাপোরিঝিয়ায় হামলা মানে আগুন নিয়ে খেলা উল্লেখ করে দ্রুত হামলা বন্ধে উভয় পক্ষকেই আহ্বান জানান তিনি।

চলমান উত্তেজনা আর পাল্টাপাল্টি দোষারোপের মধ্যেই হামলা চালাতে সক্ষম এমন ড্রোন তৈরির জন্য ইরানের সঙ্গে রাশিয়া চুক্তি করেছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। শিগগিরই রাশিয়ায় ড্রোনের উৎপাদন শুরু হবে বলে তিন মার্কিন কর্মকর্তার বরাতে জানায় সংবাদমাধ্যমটি।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ