আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর উত্তরা ৮ নম্বর সেক্টরে রেল লাইনের পাশের বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ শনিবার বিকেলের দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৬টি ইউনিটের প্রায় ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি বলেন, উত্তরা ৮ নম্বর সেক্টরের বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিকেলে ৫টা ৫০ মিনিটে প্রায় ১ ঘণ্টা কাজ করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রাথমিকভাবে আমরা হতাহতের খবর পাইনি। এছাড়া আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
রোজিনা আক্তার বলেন, উত্তরা ৮ নম্বর সেক্টর বস্তিতে বিকেল ৪টা ৫৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে ৩টি ইউনিট যায়। পরে আরও ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়।
-এসআর