আওয়ার ইসলাম ডেস্ক: ইহুদি রাষ্ট্র ইসরায়েলে দূতাবাস খোলার ঘোষণা দিয়েছে মুসলিম দেশ আজারবাইজান। দেশটির পার্লামেন্ট শুক্রবার এ অনুমোদন দিয়েছে। তেল আভিভেই হচ্ছে এই দূতাবাস। যদিও এক মাস আগে থেকেই ইসরায়েলে দূতাবাস নির্মাণ কাজ শুরু করেছে আজারবাইজান। খবর জেরুজালেম পোস্ট।
সম্প্রতি কয়েকটি মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করলেও আজারবাইজানই প্রথম শিয়া সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, যারা তেলআভিভে দূতাবাস খুলতে যাচ্ছে।
ইসরায়েলের সঙ্গে অবশ্য আগে থেকেই আজারবাইজানের সম্পর্ক রয়েছে। তেল আভিভে আজারবাইজানের পর্যটন অফিস রয়েছে। এছাড়া বাণিজ্যিক প্রতিনিধির কার্যালয়ও রয়েছে।
দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কও রয়েছে ৩০ বছর ধরে। আজারবাইজানের রাজধানী বাকুতে ইসরায়েলের দূতাবাস রয়েছে ১৯৯৩ সাল থেকে।
আজারবাইজানের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। তিনি আজারবাইজানকে গুরুত্বপূর্ণ সহযোগী বলে আখ্যা দেন।
লাপিদ বলেন, দূতাবাস খোলার মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায় শুরু হচ্ছে। আজারবাইজানের এ সিদ্ধান্ত মুসলিম বিশ্বের সঙ্গে ইসরায়েলি সরকারের কূটনৈতিক সম্পর্ক জোরদারে সুফল বয়ে আনবে।
আজারবাইজারে বহু সংখ্যক ইহুদিও বসবাস করছে বলে দেশটির প্রশংসা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।
-এটি