শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’ সিইসিসহ নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা শপথ নেবেন রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হলেন মুন্সিগঞ্জের নিরব ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বাজারে এলো ইনফিনিক্সের সবচেয়ে স্লিম স্মার্টফোন

সরকারি আলিয়া মাদরাসা ১ বছর মেয়াদি মাস্টার্সে ভর্তির সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর বকশিবাজারের সরকারি মাদরাসা-ই-আলিয়ায় ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ বছর মেয়াদি কামিল (মাস্টার্স) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে অধ্যক্ষের কার্যালয় থেকে সরকারি মাদরাসা-ই-আলিয়ার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুহাম্মাদ আবদুর রশীদের সই করা এ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফাযিল (অনার্স) ৪র্থ বর্ষ চূড়ান্ত পরীক্ষা-২০২০ এবং ফাযিল (অনার্স) ৪র্থ বর্ষ চূড়ান্ত পরীক্ষা-২০১৯ এ উত্তীর্ণ শিক্ষার্থীরাই ২০২০-২০২১ শিক্ষাবর্ষে কামিল (মাস্টার্স) শ্রেণিতে ভর্তি হতে পারবেন। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পাঁচটি বিভাগের শিক্ষার্থীরা এখানে মাস্টার্সে ভর্তির সুযোগ পাবেন।

বিভাগগুসমূহ:

১. আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ।

২. আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ।

৩. দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ।

৪. আরবি ভাষা ও সাহিত্য।

৫. এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি।

ভর্তির জন্য মানতে হবে যেসব নিয়ম

১। প্রথমে স্ব স্ব বিভাগে সেমিনার ফি জমা দিয়ে ভর্তি রশিদ সংগ্রহ করতে হবে।

২। অফিসে ক্যাশিয়ারের কাছে ভর্তির টাকা জমা দিতে হবে।

৩। ভর্তির টাকা জমার রশিদ দেখিয়ে স্ব স্ব বিভাগ থেকে ভর্তির আবেদন ফরম সংগ্রহ করতে হবে।

৪। আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে ২ কপি ফটোকপি করতে হবে। প্রত্যেক কপির সাথে (মূল কপি সহ মোট তিন কপি) উত্তীর্ণ সকল পরীক্ষার (দাখিল, আলিম ও অনার্স) নম্বরপত্র, প্রশংসাপত্রের ফটোকপি, দই কপি রঙ্গিন ছবি সংযুক্ত করতে হবে।

৫। ফাযিল (অনার্স) ৪র্থ বর্ষ চূড়ান্ত পরীক্ষা-২০২০ এবং ফাযিল (অনার্স) ৪র্থ বর্ষ চূড়ান্ত পরীক্ষা-২০১৯ এ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংশ্লিষ্ট মাদরাসা অধ্যক্ষের সত্যায়িত টেবুলেশন শিটের কপি জমা দিয়ে কামিল মাস্টার্সে ভর্তি হতে পারবে। তবে পরবর্তীতে ফাযিল (অনার্স) পরীক্ষার মূল নম্বরপত্র ও প্রশংসাপত্র খামে ভরে বিভাগে জমা দিতে হবে।

এছাড়াও ভর্তিচ্ছু ছাত্রদের আগামী ১১ ডিসেম্বরের মধ্যে মাদরাসা সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ