সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬


চট্টগ্রামের সম্মেলনে অংশ নিতে বাংলাদেশে আসলেন মাওলানা হানিফ জালন্দরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে যোগ দিতে বাংলাদেশে এসেছেন আল্লামা হানিফ জালান্ধরি। তিনি পাকিস্তানের কওমি মাদরাসাসমূহের সবচেয়ে বড় শিক্ষাবোর্ড বেফাকের দীর্ঘ ২৪ বছরের মহাসচিব।

বুধবার রাত ১১টা ৩০ মিনিটে এ ঢাকার হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি আওয়ার ইসলামকে জানিয়েছে।

১৭ ও ১৮ নভেম্বর বৃহস্পতি ও শুক্রবার চট্টগ্রামের ঐতিহাসিক জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত হবে এ ইসলামী মহা সম্মেলন। সম্মেলনে অংশগ্রহণ করবেন দেশ বিদেশের যুগশ্রেষ্ঠ আলেমে দীন। আল্লামা হানিফ জালান্ধরি এ মহাসম্মেলনে বয়ান করে নিজ দেশে ফিরে যাবেন।

এছাড়াও আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলনে উপস্থিত থাকবেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা আবুল কাসেম নোমানি, দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, আল্লামা আরশাদ মাদানি, দারুল উলুম দেওবন্দের শুরা সদস্য, আল্লামা মাহমুদ আসআদ মাদানি, পাকিস্তানের কওমি মাদরাসাসমূহের সবচেয়ে বড় শিক্ষাবোর্ড বেফাকের দীর্ঘ ২৪ বছরের মহাসচিব আল্লামা হানিফ জালান্ধরি, ভারতের রাজস্থানের জামিয়া আরাবিয়া বারকাতুল ইসলামের মুহতামিম, দারুল উলুম দেওবন্দের শুরা সদস্য মাওলানা হাসান মাহমুদ। এ ছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশের বিশিষ্ট আলেমেদীন।

দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা আবুল কাসেম নোমানি আগামীকাল বৃহস্পতিবার বাদ মাগরিব বয়ান করবেন। বাদ এশা বয়ান করবেন, পাকিস্তানের কওমি মাদরাসাসমূহের সবচেয়ে বড় শিক্ষাবোর্ড বেফাকের দীর্ঘ ২৪ বছরের মহাসচিব আল্লামা হানিফ জালান্ধরি। এছাড়াও বাংলাশের শীর্ষ উলামায়ে কেরাম ধারাবাহিকভাবে বয়ান পেশ করবেন।

ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশের সভাপতি, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক, মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া ও ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশের সেক্রেটারী, মুফতি আরশাদ রাহমানী সর্বোস্তরের মুসলমান ও চট্টগ্রামের মাদারাসাসমূহের জিম্মাদারদের উপস্থিত থাকতে বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ