আওয়ার ইসলাম ডেস্ক: আবার বাড়ল নিত্যপ্রয়োজনীয় পণ্য সয়াবিন তেল ও চিনির দাম। এবার প্রতি লিটারে ১২ টাকা বেড়ে ১৯০ টাকা হলো সয়াবিন তেলের দাম। আর কেজিতে ১৩ টাকা বেড়ে এখন চিনির দাম ১০৮ টাকা।
বৃহস্পতিবার (১৭ নভম্বের) থেকে সয়াবিন ও চিনির নতুন এ দাম কার্যকর হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে ১ লিটারের বোতলজাত সয়াবিন তেল ১৯০ টাকায় বিক্রি হবে। এত দিন এ দাম ছিল ১৭৮ টাকা। এ ছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়ে হয়েছে ৯২৫ টাকায়। এত দিন দাম ছিল ৮৮০ টাকা। অন্যদিকে প্রতি কেজি প্যাকেটজাত চিনি আজ থেকে ১০৮ টাকায় বিক্রি হবে। আগে দাম ছিল ৯৫ টাকা।
এর আগে সর্বশেষ গত ৩ অক্টোবর দেশের বাজারে সয়াবিন তেলের দাম কমানো হয় লিটারে ১৪ টাকা।
-এএ