আওয়ার ইসলাম ডেস্ক:।। টাঙ্গাইলের মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।
আগামী শুক্রবার ১৮ নভেম্বর টাঙ্গাইলের মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদের উদ্যোগে এ আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনটি অনুষ্ঠিত হবে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।
আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন, আলহাজ মাও. আব্দুল আজীজ, মুহতামিম, ধুলেরচর মাদরাসা ও সভাপতি, টাঙ্গাইল জেলা কৃওমী ওলামা পরিষদ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আমীরে মিল্লাত মাওলানা মুফতি আবুল কাসেম নুমানী, মুহতামিম ও শায়খুল হাদীস, দারুল উলুম দেওবন্দ, ভারত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা ইয়াহইয়া, মহাপরিচালক, দারুল উলুম মুঈনুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম।। তিনি বয়ান করবেন, আত্মশুদ্ধির ক্ষেত্রে উলামায়ে দেওবন্দের অবদান। বিকাল ৩টা।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আমীরুল উমারা, মহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, সভাপতি, আল হাইয়াতুল উলইয়া, বাংলাদেশ (যাত্রাবাড়ী মাদরাসা)। প্রধান আকর্ষণ হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন। খতিবে আজম মুনাযেরে যামান আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী, মুহতামিম মাদরাসায়ে নূরে মদীনা, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ। বিষয়: স্বাধীনতা আন্দোলনে আলেমদের অবদান।
শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর সুযােগ্য সাহেবজাদা। আল্লামা মাহফুজুল হক, মহাসচিব, বেফাকুল মাদারিসিল আরাবিয়াহ বাংলাদেশ। বিষয়: ইসলামী ফিকহের ক্ষেত্রে উলামায়ে দেওবন্দের অবদান।
বিশিষ্ট ইসলামি আইন গবেষক মুহাদ্দিসে জালীল আল্লামা মুফতি কেফায়েতুল্লাহ মুফতি ও মুহাদ্দিস দারুল উলুম মুঈনুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম। হযরত মাওলনা মুফতি আবু উমায়ের নুমানী, উস্তাদ জামিয়া ইসলামিয়া বেনারশ ইন্ডিয়া।
পরিচালনায় থাকবেন, মুফতি আব্দুস সালাম, রুহুল আমীন কাসেমী।
-এটি