রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

৪ দিনের সফরে বাংলাদেশে আসছেন সায়্যিদ মাহমুদ আসআদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ক্বায়েদে মিল্লাতে ইসলামিয়া, জানিশিনে ফেদায়ে মিল্লাত, মাওলানা সায়্যিদ মাহমূদ আসআদ মাদানি চার দিনের সফরে বাংলাদেশে আসবেন।

বিষয়টি আল-জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম ঢাকা আফতাব নগর মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস মুফতি মুহাম্মদ আলী আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, হজরত হোসাইন আহমদ মাদানী রহ. এর দৌহিত্র সাইয়েদ আল্লামা মাহমুদ মাদানী আগামী ১৭ নভেম্বর বাংলাদেশের হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। ওইদিন তিনি সিলেট জেলা সফর করবেন। এরপর দেশের বিভিন্ন জেলায় চারদিন সফর করবেন। সফরে তার সাথে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম অংশ নিবেন।

মুফতি মোহাম্মদ আলী আরও জানান, সিলেটে সফর শেষে আগামী ২০ নভেম্বর বিকাল ৩ টায় রাজধানীর আফতাবনগর মাদরাসার ইসলাহী মাহফিলে তাশরীফ আনবেন তিনি। এরপর ওইদিন বাদ আসর বাংলাদেশি মুরিদদের সাথে বিশেষ সাক্ষাৎ করবেন। বাদ আসর ইসলাহী বয়ান ও বাইয়াত করবেন আল্লামা মাহমুদ মাদানী। এছাড়া ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন সেমিনার ও কর্মসূচিতে অংশ নিবেন তিনি।

আগামী ১৭ নভেম্বর সকাল ৯টায় বাংলাদেশে নামবেন। দুপুরের ফ্লাইটে সিলেট যাবেন। বাদ আসর মিরাপারা সিলেটের মাদানি খানকায় অবস্থান করবেন। পুরাতন মুরিদানদের হালত শােনবেন। বাদ মাগরিব হরিপুর বাজার মাদরাসায় বয়ান। রাত ৮টায় আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইজতেমায় বয়ান করবেন।

১৮ তারিখ শুক্রবার সকালের ফ্লাইটে ঢাকা আগমন। হেলিকপ্টারে ঢাকার দোহারে বয়ান ও জুমআর নামায আদায়। পরে চট্টগ্রাম এর উদ্দেশ্যে রওয়ানা। বাদ মাগরিব চট্টগ্রাম বায়তুল ফালাহ ময়দানের আন্তর্জাতিক ইসলামী সম্মেলনে বয়ান। রাতের ফ্লাইটে ঢাকা আগমন।

১৯ নভেম্বর শনিবার সকাল ৯টায় হেলিকপ্টারে গফরগাঁও গমন। মাও. আনােয়ার মাহমূদ ও সালেহ আহমদ এর তত্ত্বাবধানে প্রোগ্রাম। দুপুর ১২টায় খানকায়ে হুসাইনিয়া মাদানিয়া মাশকান্দা ময়মনসিংহে মাহফি ও দুআ। দুপুর ১.৩০ নবিনগর থােল্লাকান্দি মাদরাসায় বয়ান। বিকাল ৩ টা ৩০ মিনিটে দারুল উলুম মহিউস সুন্নাহ আখাউড়ায় গমন অতঃপর বাইআত ও দুআ। বাদ মাগরিব বি,বাড়িয়া জামিয়া ইউনুসিয়ায় গমন ও বয়ান।

২০ নভেম্বর রোববার সকাল ৯ টায় হেলিকপ্টারযােগে মনােহরদী, নরসিংদী জামিয়া ইসলামিয়া হানিফিয়া। বাখিলাড়ী মাদরাসায় গমন, তিন দিন ব্যাপী ইজতেমার ৩য় দিনে বয়ান, আখেরী মুনাজাত ও বাইআত। ও দুপুর ১১,৩০ মানিকগঞ্জ কাগজীনগর কয়ড়া লিংক রােড (গড়পাড়া) আশরাফুল উলুম মাদানিয়া মাদরাসায় হেলিকপ্টারে গমন, বয়ান ও লাইআত। দুপুর ১ টায় বাহাদুরপুর হাজী শরিয়ত হ রহঃ এর মাদরাসায় গমন, বয়ান। বিকাল ৩.৩০ আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম আফতাবনগর মাদরাসা ঢাকায় আগমন। বাদ আসর বয়ান ও বাইআত। বাদ মাগরিব হাজীপাড়া জামিয়া ইকরা বাংলাদেশ এ ইসলাহি ইজতেমায় বয়ান।

২১ নভেম্বর সােমবার, দিল্লির উদ্দেশ্যে রওয়ানা।

আল্লাহ তায়ালা যেন আপন ফজলে নিরাপত্তার সাথে উক্ত প্রােগ্রামসমুহ বাস্তবায়নের ব্যবস্থা করে দেন ও আখিরাতের পাথেয় হিসেবে কবুল করুন। এজন্য দোয়া চেয়েছেন এন্তেজামিয়া কমিটি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ