আবদুল্লাহ তামিম।। মজলিসে দাওয়াতুল হকের আমির, জামিয়া মাদানিয়া ইসলামিয়া যাত্রাবাড়ি মাদরাসার মুহতামিম, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান বলেন, দেশের সংসদে সুরা ওয়াকিয়া ও ইয়াসিনের আমল হলে দেশে অভাব থাকবে না।
গতকাল শনিবার প্রতি বছরের মতো অনুষ্ঠিত হয়েছে মজলিসে দাওয়াতুল হকের ২৮তম মারকাজি ইজতেমা। রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়ায় (যাত্রাবাড়ী বড় মাদরাসা) এ ইজতেমা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্যের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের অন্যান্যদের মত আমরাও অর্থনীতির কথা চিন্তা করি। আমরা মোল্লা মানুষ তো। আমাদের চিন্তাটা ভিন্ন। এ মাদরাসায় কেউ পয়সা দেয় না। কিন্তু পয়সা ভরা থাকে। সব ছাত্ররা মাগরিবের পর সুরা ওয়াকিয়া আর ফজরের পর সুরা ইয়াসিনের আমল করে। রাসুল সা. বলেছেন যারা ওয়াকিয়া ইয়াসিনের আমল করবে। কোনো দিন তাদের অভাব থাকবে না। রিজিকের সমস্যা হবে না। মুসলিম পার্লামেন্টের জন্য দুঃজনক যে তাদের সেখানে আমল নেই। সব পার্লামেন্টের সদস্যরা মাগরিবের পর সুরা ওয়াকিয়া পড়বে। তাহলে ইউক্রেন কোনো সমস্যা না। তারা আমাদের থেকে এসে খাদ্য নিবে।
মজলিসে দাওয়াতুল হক মহানবী সা.-এর জীবন, আদর্শ ও সুন্নত চর্চার একটি বিশেষ কেন্দ্র। এর মাধ্যমে দেশব্যাপী সাধারণ মানুষকে আজান, ইকামত, নামাজ, অজু ও জানাজায় সুন্নতের ব্যবহারিক প্রয়োগ-পদ্ধতি শেখানো হয়। দিনব্যাপী ইজতেমা শেষে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে এ ইজতেমা। ইজতেমায় আলেম-উলামাসহ দেশের সর্বোস্তরের মানুষ অংশগ্রহণ করেছেন।
-এটি