আওয়ার ইসলাম ডেস্ক: বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিচ্ছে সৌদি আরব। এরই মধ্যে ভর্তিসংক্রান্ত আবেদন শুরু হয়েছে।
দেশটির শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যেসব শিক্ষার্থী সৌদি আরবে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক তারা https://studyinsaudi.moe.gov.sa এই ওয়েবসাইটে আবেদন করতে পারবে।
আগামী জানুয়ারি ২০২৩-এর মাঝামাঝি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
এরই মধ্যে বিভিন্ন দেশের শিক্ষার্থী সৌদি আরবে তাদের পড়ালেখা করার জন্য প্রয়োজনীয় নিবন্ধন শেষ করেছেন।
সৌদি আরবে শিক্ষা (স্টাডি ইন সৌদি আরাবিয়া) শীর্ষক প্রোগ্রামে বিশ্বের ১৬০টি দেশের ছাত্রছাত্রী উভয় শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষাবিদ, গবেষকরাও আবেদনের সুযোগ পাবেন। মন্ত্রণালয় গত ২৭ সেপ্টেম্বর স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি শিক্ষা ভিসা চালু করার জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্য বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী, গবেষক, শিক্ষাবিদরা সৌদি আরবে উচ্চশিক্ষা গ্রহণ করবে এবং গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ করবে। এই প্রকল্পের লক্ষ্য সৌদি আরবকে বিশ্বের মাঝে একটি আকর্ষণীয় শিক্ষাবান্ধব দেশে পরিণত করা।
-এএ