আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে ভর্তির সময়সীমা আগামী ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আগামী ১ নভেম্বর থেকেই প্রথমবর্ষের ক্লাস শুরু হবে।
আজ বুধবার (২৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ অক্টোবর উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী রাবিতে ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে ভর্তির তারিখ ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
একই সভায় ১ম বর্ষের সংশ্লিষ্ট বিভাগসমূহে ১ নভেম্বর থেকে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, গত ২৫, ২৬ এবং ২৭ জুলাই যথাক্রমে রাবির ‘সি’, ‘এ’ এবং ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
-এসআর