আওয়ার ইসলাম ডেস্ক: টাঙ্গাইলে চলতি মৌসুমে দফায় দফায় বন্যা ও বৃষ্টিতে কৃষকের অনেক ক্ষতি হয়েছে। আর সেই ক্ষতি যেন পুষিয়ে নিতে পারেন সে জন্য জেলার ১২ উপজেলায় এবার কৃষি প্রণোদনা পাবেন প্রায় ৫০ হাজার কৃষক।
প্রণোদনার মধ্য রয়েছে, ভুট্টা, গম, সূর্যমুখী, সরিষা, খেসারি ও মসুর ডাল বীজ। এছাড়া বসত-ভিটায় পারিবারিক পুষ্টি বাগান চাষিরাও বিভিন্ন ধরনের সবজি বীজ প্রণোদনা হিসেবে পাবেন।
জানা যায়, জেলার ১২টি উপজেলায় বন্যায় ও বৃষ্টিতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরমধ্যে ভূঞাপুর ও টাঙ্গাইল সদর উপজেলার যমুনা চরাঞ্চলের কৃষকরা বেশি ক্ষতির মুখে পড়েন। চলতি মৌসুমে বন্যায় সব ধরনের রবি ফসল নষ্ট হয়েছে। মাসখানেক আগে মাশকলাই ও বাদাম বপন করেছিলেন কৃষকরা। সেগুলোও নষ্ট হয়ে যায়। এসব ক্ষতি কাটিয়ে ওঠার লক্ষ্যে সব ধরনের বীজ প্রণোদনা দেওয়া হবে।
টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আহসানুল বাসার বলেন, এ বছর সবচেয়ে বেশি কৃষি প্রণোদনা এসেছে। এতে প্রায় ৫০ হাজার কৃষক প্রণোদনা পাবেন। আগামী এক থেকে দু’সপ্তাহের মধ্যে প্রণোদনা কৃষকদের মাঝে বিতরণ শুরু হবে। ক্ষতিগ্রস্ত পারিবারিক পুষ্টি বাগান চাষিরাও কৃষি প্রণোদনায় সবজি বীজ পাবেন।
-এসআর