আওয়ার ইসলাম ডেস্ক: মৌলভীবাজারে ৪০ দিন জামাতে নামাজ পড়ায় যুবকদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেছেন এলাকাবাসী। ধারাবাহিক ৪০ দিন নামাজ পড়ায় ১৫ জন যুবককে বাইসাইকেল ও ২৫ জন যুবককে বিশেষ পুরস্কার দিয়েছেন।
মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই গ্রামবাসীর উদ্যোগে গোরারাই হযরত শাহ জালাল (র.) জামে মসজিদে এ আয়োজন করা হয়। রোববার দুপুরে তাদের পুরস্কৃত করা হয়।
এলাকাবাসী জানান, মসজিদে মুসল্লি বৃদ্ধি এবং নামাজে উৎসাহিত করতে ৪০ দিন জামাতের সঙ্গে সালাত আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুহিবুর রহমান, খলিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নুরুল ইসলাম চৌধুরী, হাফিজ সিদ্দেক আহমেদ, মাওলানা দুরুদ আহমেদ, হাফিজ আব্দুল আমিন, আব্দুল মুহিত, বুরহান উদ্দিন, গোরারাই ফয়জুন নেছা হাফিজি মাদ্রাসার সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ, উদ্যোক্তা আব্দুল মুমিন, গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ গোলজার আহমেদ, জামাল হোসেন ও মাওলানা আশরাফ মিয়া প্রমুখ।
-এসআর