আওয়ার ইসলাম ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, তথ্য সচিবের বাধ্যতামূলক অবসর দেয়ার অন্তর্নিহিত কারণ আমার জানা নেই। এটি বলতে পারবে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সোমবার (১৭ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
তথ্যমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা সরকারের মধ্যে অতীতেও ঘটেছে, সচিবের মেয়াদ পূর্ণ হওয়ার আগে সরিয়ে দেয়া বা তাকে অবসর দিয়ে অন্যত্র যুক্ত করার ঘটনাও ঘটেছে। এর যথাযথ ব্যাখ্যা একমাত্র জনপ্রশাসন মন্ত্রণালয় দিতে পারবে।
তবে তথ্য মন্ত্রণালয়ের কাজ স্বাভাবিকভাবেই চলছিল। কারণ সব কাজ আমি নিজে তদারক করি, কাজেই যে কারও সঙ্গে আমি কাজ করতে পারি বলেও জানান তিনি।
এ সময় বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের ফলে সারা বিশ্বেই একটি সংকট চলছে। কিন্তু এটিকে সামনে এনে দেশের জনগণের মধ্যে বিভ্রান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে তারা। তবে বিএনপির এই আন্দোলন-আন্দোলন খেলা মোকাবিলা করা কোনো বড় বিষয় নয়।
-এএ