শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


পুলিশের সহযোগিতায় হারানো বাবাকে ফিরে পেলেন সন্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর কে ওসমান আলী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে নবাবগঞ্জে থানা পুলিশের সহযোগিতায় হারানো বাবাকে ৩ মাস পর ফিরে পেলেন এক যুবক। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।

গত রবিবার (৯ অক্টোবর) উপজেলার ভোটারপাড়া এলাকায় একজন ষাটোর্ধ্ব ব্যক্তিকে অসুস্থ অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যক্তি তার নাম ঠিকানা বলতে না পারায়, ভোটার পাড়া এলাকার মোঃ বুলু মিয়া নবাবগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবগত করলে নবাবগঞ্জ থানা পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এরপরে চিকিৎসাসহ ওই বৃদ্ধের পরিচয় বের করেন পুলিশ। উদ্ধারকৃত ব্যাক্তি কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার নাওশালা গ্রামের মৃত কসশেম আলীর ছেলে মো: আব্দুর রশিদ (৬৫)।

পুলিশ জানায়, পরিচয় পাওয়ার পরে নবাবগঞ্জ থানা পুলিশ আব্দুর রশিদের পরিবারের সাথে যোগাযোগ করেন। তার পরিবার পুলিশকে জানায়, আব্দুর রশিদ জুলাই মাসের ১৫ তারিখ তার ছোট ছেলে মো: শাহিন (২৫) এর বর্তমান ঠিকানা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নস্থ আদর্শ তল্লাপাড়া থেকে নিখোঁজ হন।

পুলিশ আরও জানায়, বুধবার (১২ অক্টোবর ) আব্দুর রশিদের ছেলে নবাবগঞ্জ থানায় উপস্থিত হয়ে বাবাকে চিনতে পারায় আব্দুর রশিদকে তার আত্মীয় স্বজনের উপস্থিতিতে ছেলে মোঃ শাহিনের জিম্মায় প্রদান করা হয়।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ