শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাতদিন বন্ধের পর আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার এই বন্দর দিয়ে বিভিন্ন পণ্য ভারতের আগরতলার উদ্দেশে ছেড়ে যায়। তবে আগামীকাল রোববার পবিত্র ঈদে মিলাদুন্নবী হওয়ায় আবারও আখাউড়া বন্দরে ছুটি থাকবে।

আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী মনির হোসেন বাবুল বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে দুই-দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে ১ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত এবং ৭ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক বন্ধ শেষে শনিবার থেকে স্বল্প পরিসরে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে।

তিনি বলেন, রোববার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বন্ধের পর সোমবার থেকে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম পুরোদমে শুরু হবে।

তবে ধর্মীয় অনুষ্ঠান ও সাপ্তাহিক ছুটির সময়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও উভয় দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকে।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ