শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকাস্থ চাঁদপুর ফোরাম এর সেতুবন্ধন সভা অনুষ্ঠিত অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয়: প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ বিস্ময়কর হাফেজ শিশুর সঙ্গে শায়খ আহমাদুল্লাহ মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর জানাযা ও দাফন সম্পন্ন ১৬ টি বছর জুলুম-ষড়যন্ত্রের মধ্যে ছিল মাদরাসার ছাত্ররা: ড. শামছুল আলম  ‘সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন’ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসানের ইন্তেকালে খেলাফত মজলিসের শোকপ্রকাশ কাল ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় রোজায় বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে বিএনপি মহাসচিবের শোক

খুলনায় বাসচাপায় মাদরাসা শিক্ষক-মুয়াজ্জিন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খুলনার হোগলাডাঙ্গা এলাকায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক।

নিহতরা হলেন- বাগেরহাটের মোরেলগঞ্জের মো. কাউসার হোসেনের ছেলে হাফেজ শরিফুল ইসলাম (২৩)। তিনি রাজবাঁধ নুরানি হাফিজিয়া মাদরাসার শিক্ষক ছিলেন। অপরজন খুলনার ডুমুরিয়ার মো মোস্তফার ছেলে মো. বেলাল হোসেন (২৪)। তিনি রাজবাঁধ আয়েশাবাদ জামে মসজিদের মোয়াজ্জিন ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মহানগরীর হোগলাডাঙ্গা প্রগতি স্কুলের সামনের মোড়ে বেপরোয়া একটি বাসের চাপায় তারা নিহত হন। ঘটনার পর থেকে প্রায় ঘণ্টাখানেক খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে রাখেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, নিহতরা রাজবাঁধের ভেতর থেকে মেইন রোডে মোটরসাইকেলে উঠে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের গাড়ি সাতক্ষীরার দিক থেকে খুলনার দিকে আসছিল। একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয় বাসটি। এতে দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, খবর পেয়ে আমরা মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। তবে ঘাতক বাসটি আটক করা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ