আর কে ওসমান আলী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে আদালতের রায়ে ৪৮ বছর পর নিজের জমি ফিরে পেলো জেলেখা খাতুন ও তার পরিবারের সদস্যরা। এতদিন অবৈধভাবে জায়গাটি দখল করে ব্যবহার করে আসছিলো বদর উদ্দিন নামের একজন।
আজ শনিবার দুপুরে আদালতের নির্দেশে পুলিশের উপস্থিতিতে নিজের জায়গা বুঝে নেন জেলেখা খাতুন ও তার পরিবারের সদস্যরা।
এসময় দিনাজপুর জেলা জজ আদালতের পক্ষে নাজির তোফায়েল আহম্মেদের উপস্থিতিতে স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। এসময় সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করে।
আদালতের সূত্রে জানা যায়, ১৯৭৫ সালে ৪২ শতক জায়গার উপর মামলা করে জেলেখা খাতুন। পরে আইনি লড়াই শেষে ১৯৯৩ সালে মামলার রায় পায় জেলেখা খাতুন।
তারপরও একাধিক মামলা নিষ্পত্তি হবার পর আজ আদালত তাদের পাপ্য জায়গা বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে জায়গা বুঝে দেয়।
-এসআর