শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
১৬ টি বছর জুলুম-ষড়যন্ত্রের মধ্যে ছিল মাদরাসার ছাত্ররা: ড. শামছুল আলম  ‘সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন’ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসানের ইন্তেকালে খেলাফত মজলিসের শোকপ্রকাশ কাল ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় রোজায় বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে বিএনপি মহাসচিবের শোক রাষ্ট্রপতি নির্বাচনসহ যেসব সুপারিশ সংস্কার কমিশনের বাংলাদেশিদের সুখবর দিলো ইতালি, পুনরায় ভিসা দেওয়ার সিদ্ধান্ত হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনে কোনো সাফাই নয়: সারজিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে সিলেট মহানগর জমিয়তের শোক

ময়মনসিংহে মোটরসাইকেলের ধাক্কায় মাদরাসাশিক্ষক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় মাকসুদুল হক (৬০) নামের এক মাদরাসার শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শিক্ষক।

শুক্রবার (সেপ্টেম্বর) সন্ধ্যার পর গফরগাঁও-ভালুকা সড়কের পাঁচুয়া রাবেয়া উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাকসুদুল হক উপজেলার রাওনা ইউনিয়নের ধোপাঘাট গ্রামের বাসিন্দা ও লংগাইর ইউনিয়নের মাইজবাড়ি দাখিল মাদরাসার শিক্ষক ছিলেন।

গফরগাঁও থানার পরিদর্শক ফারুক আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, মাগরিবের নামাজ পড়ে মাকসুদুল হক তার প্রতিবেশী হেলাল মিয়াকে সঙ্গে নিয়ে গফরগাঁও-ভালুকা সড়কের পাশ দিয়ে হেঁটে পাঁচুয়া মোড়ের দিকে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মাকসুদুল হক গুরুতর আহত হন। এদিকে মোটরসাইকেল চালক শিক্ষক হুমায়ুন আহমেদ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাকসুদুল হককে মৃত ঘোষণা করেন। এদিকে মোটরসাইকেল আরোহী হুমায়ুনের অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

পরিদর্শক ফারুক আহমেদ আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করবেন না বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ