আওয়ার ইসলাম ডেস্ক: চাঁদপুরের শাহরাস্তিতে ঘরের চালা বহন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছেন। একই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।
আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের বেপারি বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, হোসেনপুর গ্রামের মুন্সি বাড়ির রুহুল আমিনের ছেলে সোহাগ হোসেন (৩৫) ও একই গ্রামের মাইঝের বাড়ির ওমর ফারুকের ছেলে লিটন হোসেনকে (১৯) মৃত ঘোষণা করেন।
জানা যায়, ওই গ্রামের মুন্সি বাড়ির ওসমান গণির বাড়ি থেকে একটি পুরনো ঘর একই এলাকার বেপারি বাড়ির শরবত আলীর ভিটায় নিচ্ছিলো ১৪ জন কাঠমিস্ত্রি । এ সময় বেপারি বাড়ির সামনে ঘরের একটি চালা বহন করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে যায়
এতে ঘটনাস্থলেই ৬ জন আহত হয়। আহতদের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হোসেনপুর গ্রামের মুন্সি বাড়ির রুহুল আমিনের ছেলে সোহাগ হোসেন (৩৫) ও একই গ্রামের মাইঝের বাড়ির ওমর ফারুকের ছেলে লিটন হোসেনকে (১৯) মৃত ঘোষণা করেন।
আহতরা হলেন, মুন্সি বাড়ির মৃত মমতাজ উদ্দিনের ছেলে মো. দেলোয়ার হোসেন (৫০), মুন্সিগাজি তালুকদার বাড়ির মৃত ছেরাজুল হকের ছেলে মো. আক্কাস (৪৫), ঠাকুর বাড়ির মৃত আ. মান্নানের ছেলে মো. আবুল কাশেম (৩৫) ও বেপারি বাড়ির মৃত চান মিয়ার ছেলে সোহাগ মিয়া (৩০)।
নিহত সোহাগের ভাতিজা মেজবাহ উদ্দিন (৬০) জানান, ১৪ জন মিস্ত্রি মিলে শরবত আলীর ঘরের চালা সরিয়ে নিচ্ছিলো। হঠাৎ টিনের চালা বিদ্যুতের তারে জড়িয়ে এ ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত আক্কাস ও দেলোয়ার জানান, কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের তারের সঙ্গে টিনের চালা জড়িয়ে যায়। তারপর আর তাদের কিছুই মনে নেই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ডা. ফারজানা ইয়াসমিন জানান, ঘটনাস্থলেই ২ জন মারা গেছেন। আহত ৪ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
শাহরাস্তি মডেল থানা পুলিশের ওসি আব্দুল মান্নান জানান, একটি পুরনো ঘরের চালা এক বাড়ি থেকে অন্য বাড়িতে নেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু ও ৪ জন আহত হয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি। উভয়পক্ষ ময়নাতদন্ত না করার জন্য আবেদন করেন।
-এসআর