আওয়ার ইসলাম ডেস্ক: সব ধরনের সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। বোতলজাত সয়াবিন লিটারে ৭ টাকা করে বেড়েছে। যার ফলে এখন থেকে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে কিনতে হবে ১৯২ টাকায়।
আজ মঙ্গলবার (২৩ আগস্ট) থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৭ আগস্ট বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সয়াবিন তেলের লুজ/বোতল ও পাম তেলের মূল্য সমন্বয় করা হয়েছে।
সিদ্ধান্ত অনুসারে, এক লিটার খোলা সয়াবিন তেলের দাম পড়বে ১৭৫ টাকা, এক লিটারের বোতল ১৯২ টাকা ও পাঁচ লিটার কিনতে লাগবে ৯৪৫ টাকা। একই সঙ্গে পাম তেলের দাম তিন টাকা কমিয়ে ১৪৫ টাকা করা হয়েছে।
গত ৩ আগস্ট সয়াবিন তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। আজ সয়াবিন তেলের দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সংগঠনটি।
-এসআর