আওয়ার ইসলাম ডেস্ক: আমাদের রিজার্ভ পর্যাপ্ত আছে, রিজার্ভে কোন সমস্যা নাই বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, অযৌক্তিক একটা আশঙ্কা রাজনৈতিকভাবে একটা গোষ্ঠী উপস্থাপন করছে। আর কটাদিন অপেক্ষা করেন আমরা আলোর রেখা দেখতে পাচ্ছি।
তিনি বলেন, শিগগিরই বিদ্যুৎসহ দ্রব্যমূল্যের সমস্যার সমাধান হবে, কমে আসবে ডলারের দামও।
শনিবার (২০ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জেলা পরিষদের আয়োজনে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত মেধাবীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
সাংবাদিকদের এক প্রশ্নে চা শ্রমিকদের দাবি নিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, সকল কায়িক শ্রমিকের প্রতি ন্যায় বিচার করবো। দারিদ্র অবিচারের শিকার। আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে অনেক সংস্কারের প্রয়োজন রয়েছে। তবে আমার বিশ্বাস সরকার এসম্পর্কে সচেতন রয়েছে। যারা বাগানের মালিক তারা শ্রমিকদের থাকার জায়গা দেন, রেশন দেন, মেডিকেল কেয়ার দেন, স্কুল দেন, বিদ্যুৎও দেন কোনো কোনো ক্ষেত্রে। সেগুলো যোগ-বিয়োগ করে আমি চাই ন্যায়বিচারের মজুরি। আশাকরছি সেটি তারা পাবেন।
সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল ওয়াহাব রাশেদ, শিক্ষাবিদ পরিমল কান্তি দে প্রমুখ।
-এসআর