আওয়ার ইসলাম ডেস্ক: এবার রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
আজ মঙ্গলবার (১৬ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের পর এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী।
এম এ মান্নান বলেন, জ্বালানি তেলের সমস্যা সমাধানে আমরা রাশিয়া থেকে তেল কিনবো। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত যদি রাশিয়া থেকে তেল কিনতে পারে তাহলে বাংলাদেশ কেন পারবে না।
উল্লেখ্য, গত শুক্রবার (৫ আগস্ট) রাত ১২টার পর থেকে ডিজেল, পেট্রল, করোসিন, ও অকটেনের দাম বাড়িয়েছে সরকার। প্রতি লিটার ডিজেলে ৩৪ টাকা, কেরোসিনে ৩৪ টাকা, অকটেনে ৪৬ টাকা, পেট্রল ৪৪ টাকা দাম বেড়েছে। দাম বাড়ার পর প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও প্রতি লিটার পেট্রল ১৩০ টাকায় কিনতে হচ্ছে।
এর আগে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ছিল প্রতি লিটার ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রল ৮৬ টাকা।
-এসআর