আওয়ার ইসলাম ডেস্ক: ভোজ্য তেলের দাম বিশ্ববাজারে কমেছে তবে ডলার দাম বাড়ায় কারণে ঐ তুলনায় তেলের দাম কমানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপ মুন্সী।
বৃহস্পতিবার সচিবালয় কেবিনেট বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, তবে ট্যারিফ কমিশন বিষয়টি দেখছে খুব শিগগিরই সমন্বয় করা হবে। জ্বালানি তেলের দাম বাড়ানোর পরেও প্রতিবেশি দেশের তুলনায় এখন জ্বালানি তেলের দাম কম।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পরিবহণ খরচ বাড়ার পর ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা ঠেকাতে সবাইকে মিলে একসাথে কাজ করতে হবে। এক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের একার কিছুই করার নেই। ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় সড়ক পরিবহন মন্ত্রণালয় ভোক্তা অধিকার এবং ট্যারিফ কমিশন সহ সবাইকে একযোগে কাজ করতে হবে।
-এএ