আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। ৫৮ বছর বয়সী ওই ব্যক্তির নাম আর এম এ আউয়াল। তিনি ৫ আগস্ট মারা যান। এ নিয়ে এবারের হজ মৌসুমে হজ পালন করতে গিয়ে ২৬ জন বাংলাদেশির মৃত্যু হলো।
আজ শনিবার (৬ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজে এসব তথ্য জানা গেছে। চলতি বছরের হজে গিয়ে প্রথম মারা যান ১১ জুন। তিনি চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির (৬০)।
হজ ম্যানেজমেন্ট পোর্টালে বলা হয়েছে, অ্যাড. এম. এ. আওয়ালের বাড়ি গাজীপুর সদরে। তার পাসপোর্ট নম্বর EE0423147। তার হজ গাইড মো. হারুনুর রশিদ, মোনাজ্জেম মোহাম্মদ আব্দুল খালেক আনসারী।
আরও বলা হয়েছে, এ নিয়ে এবারের হজ মৌসুমে হজ পালন করতে গিয়ে ২৬ জন বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে ১৯ জন পুরুষ ও সাতজন নারী।
পিলগ্রিম সূত্রে জানা যায়, হজের পর ৩০ জুলাই মারা যান মেহেরপুর সদরের কুতুবপুর গ্রামের মো. আবু তালেব মোল্লা (৫৬), ২৭ জুলাই মারা যান নওগাঁ সদরের হাপানিয়ার বাসিন্দা মো. নাজিম উদ্দিন (৬২)। ১৭ জুলাই মারা যান দুইজন; তারা হলেন চট্টগ্রামের হালিশহরের মো. কামাল উদ্দিন মজুমদার (৬২) ও ময়মনসিংহের ফুলবাড়িয়ার বাসিন্দা মমতাজ বেগম (৫০)। ১৬ জুলাই মারা যান রাজধানী ঢাকার ক্যান্টনমেন্টের মোর্শেদ হাসান সিদ্দিকি (৫৯); ১৪ জুলাই মারা যান তিনজন; তারা হলেন রাজধানী ঢাকার মিরপুরের ফারজিন সুলতানা (৪১), কুষ্টিয়ার দৌলতপুরের মো. আজিজুল হক (৬৫) ও টাঙ্গাইল সদরের মো. মোস্তাফিজুর রহমান (৬১); ১৩ জুলাই মারা যান চাঁপাইনবাবগঞ্জের নাচোলের মো. শাহজাহান সিরাজ (৫৮) ও সিলেটের বিয়ানী বাজার এলাকার মো. ফয়জুর রহমান (৫০)।
অন্যদিকে, হজের আগের দিন ৭ জুলাই মারা যান। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরের বাসিন্দা শিরিন আখতার (৬০), ৪ জুলাই মারা যান নওগাঁর সাপাহারের মো. আব্দুল মোত্তালিব (৫৮), এর আগের দিন ৩ জুলাই মারা যান নওগাঁর সাপাহারের মো. রফিকুল ইসলাম (৫২) ও রংপুরের পীরগাছার মো. খয়বর হোসেন (৫৫), ১ জুলাই মারা যান মাদারীপুরের শিবচরের লায়লা আক্তার (৫২) ও রাজধানী ঢাকার লালবাগের বাসিন্দা তপন খন্দকার (৬২)।
এছাড়া এর আগের দিন ৩০ জুন মারা যাওয়া দুইজন হলেন সিরাজগঞ্জের কামারখন্দের বাসিন্দা মো. রফিকুল ইসলাম (৪৭) ও ঢাকার বাড্ডার ফাতেমা বেগম (৬০), ২৮ জুন মারা যান টাঙ্গাইলের সখিপুরের বাসিন্দা মো. আব্দুল গফুর মিয়া (৬১); ২১ জুন মারা ঢাকার কোতয়ালীর বিউটি বেগম (৪৭) ও রংপুরের পীরগাছার বাসিন্দা মো. আব্দুল জলিল খান (৬২)।
১৭ জুন মারা যাওয়া দুইজন হলেন জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা (৬৩) ও কুমিল্লার আদর্শ সদরের রামুজা বেগম (৫৪); এর আগের দিন ১৬ জুন মারা যান নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা নুরুল আমিন (৬৪)।
-এসআর