আওয়ার ইসলাম ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময় নতুন করে কোনও ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৮৯ জন। এ বছর ডেঙ্গুতে মারা গেছেন ১২ জন, যার মধ্যে ৯ জনই জুলাইয়ে মারা গেছেন।
বুধবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ৫৯ জন এবং ঢাকার বাইরে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৮ জন।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে শুধু ঢাকায় ২৫৮ জন এবং ঢাকার বাইরে ৭৫ জন। এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২ হাজার ৮৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন। আর ছাড়া পান ২ হাজার ৫৪৪ জন।
-এটি