আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম বলেছেন, ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা শুরুতে ঢাকা শহরের কিছু বিদ্যালয়ে দেওয়া হবে এবং পর্যায়ক্রমে সারা দেশে দেওয়া হবে ।
আজ সোমবার সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এ তথ্য জানান। তিনি জানান, শিশুদের টিকা নিয়ে আমাদের যাবতীয় প্রস্তুতি শেষ করা আছে। আমাদের হাতে পর্যাপ্ত টিকাও মজুত আছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দেশে এলে দিনক্ষণ ঠিক করে আমরা টিকা কার্যক্রম শুরু করব।
মহাপরিচালক আরও বলেন, ঢাকার যেসব এলাকায় কোভিডে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে, সেসব এলাকায় আগে টিকা দেওয়া হবে।
-এটি