শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

খাদ্য নিরাপত্তাহীনতায় শ্রীলঙ্কার ৬৩ লাখ মানুষ: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অর্থনৈতিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কার ৬৩ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে জাতিসংঘ।

আগামী দিনে এ সংকট আরও বাড়বে বলেও সতর্ক করা হয়েছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বলছে, খাদ্য সংকট মোকাবিলায় শ্রীলঙ্কার ৬৩ মিলিয়ন ডলার প্রয়োজন।

শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট যেন দিন দিন আরও প্রকট হচ্ছে। নানা সমস্যায় জর্জরিত এ দ্বীপরাষ্ট্রটিতে প্রায় ৬৩ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। সম্প্রতি দেশটির খাদ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ তথ্য জানিয়েছে ডব্লিউএফপি ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। খবর টাইমস অব ইন্ডিয়ার।

করোনার ধাক্কা, সঙ্গে গোতাবায়া রাজাপাকসে সরকারের বাড়তি কর গ্রহণ নীতির কারণে স্বাধীনতার পর স্মরণকালের সবচেয়ে ভয়াবহ আর্থিক সংকটে পড়ে শ্রীলঙ্কা। বর্তমানে দেশটিতে খাদ্য সংকটের হার ৮০ শতাংশ। আগামী দিনগুলোতে সংকটের মাত্রা আরও তীব্র হওয়ার আশঙ্কা জাতিসংঘের।

খাদ্য সংকট মোকাবিলায় চলতি বছরের শেষ নাগাদ পর্যন্ত দেশটির ৬ কোটি ৬০ লাখ ডলার প্রয়োজন বলে জানিয়েছেন বিশ্ব খাদ্য কর্মসূচির পরিচালক আব্দুর রহিম সিদ্দিকী।

তিনি বলেন, চলমান সংকটকালে যারা শ্রীলঙ্কার পাশে এসে দাঁড়িয়েছে তাদের ধন্যবাদ জানাই। ডব্লিউএফপি খাদ্য সমস্যা সমাধানে জরুরি পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছে। সমস্যা সমাধানে প্রয়োজন ৬৩ মিলিয়ন ডলার। তবে প্রয়োজনের তুলনায় আমরা মাত্র ৩০ শতাংশ যোগাড় করতে পেরেছি।

বৃহস্পতিবার (২১ জুলাই) শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন রনিল বিক্রমাসিংহে। চলমান সংকট মোকাবিলা করাই এখন নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ