আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ থেকে হজ পালন করতে যাওয়া ২৯ হাজার ৯৯২ জনকে ৮৭টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
সোমবার (৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানের প্রি-হজ ফ্লাইট সম্পন্ন হয়েছে। রোববার (৩ জুলাই) সর্বশেষ প্রি-হজ ফ্লাইট বিজি-৩১৪১ সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে যাত্রা করে সফলভাবে জেদ্দা পৌঁছেছে। এবার হজের আগে ৬৭টি ডেডিকেটেড ফ্লাইট এবং ২০টি শিডিউল ফ্লাইটসহ বিমান সর্বমোট ৮৭টি ফ্লাইট পরিচালনা করেছে।
এতে আরও বলা হয়, এ বছর বিমান লিজ ব্যতীত নিজস্ব চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ দিয়ে হজ ফ্লাইটের পাশাপাশি সৌদি আরবে নিয়মিত শিডিউল ফ্লাইট পরিচালনা করেছে। বিমান কর্মীদের আন্তরিকতা, নিরলস পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টার ফলে সবগুলো ফ্লাইট সঠিক সময়ে পরিচালিত হয়েছে এবং কোনো হজফ্লাইট বাতিল হয়নি।
আগামী ৮ জুলাই পবিত্র হজ পালিত হবে। গত ৫ জুন বিমানের প্রথম হজ ফ্লাইট চালু হয়েছিল। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। শেষ হবে ৪ আগস্ট।
-এএ