শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


একনজরে পটিয়া মাদরাসার নবমনোনীত শায়খুল হাদিস মুফতি হাফেজ আহমদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার নবমনোনীত শায়খুল হাদিস ফকিহুদ্দীন আল্লামা মুফতি হাফেজ আহমদুল্লাহ এর সংক্ষিপ্ত জীবনী।

জন্ম: ১৪ রবিউস সানি, ১৩৬১ হিজরি মোতাবেক ১ মে, ১৯৪১ ইং, চট্টগ্রাম জেলার পটিয়া থানার অন্তর্গত নাইখাইন মোজাহেরুল্লাহ মুনশী বাড়িতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা হযরত মাওলানা ঈসা সাহেব রহ.।

লেখাপড়া:তার শিক্ষা জীবন শুরু হয় পিতা মহোদয়ের নিকটেই। তার কাছেই কোরআন মাজিদের নাজেরা শেষ করেন মাত্র সাত বছর বয়সে।

তারপর প্রাচীনতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জিরি ইসলামিয়া আরবিয়া মাদ্রাসায় ১৩৬৮ হিজরিতে হেফজ বিভাগে ভর্তি হয়ে ১৩৭১ হিজরিতে মাত্র দশ বছর বয়সে হেফজ সমাপ্ত করেন। উক্ত মাদ্রাসায় দরসে নেজামির প্রথম স্তর থেকে দাওরায়ে হাদীস পর্যন্ত শেষ করেন। প্রত্যেক জামাতের প্রতিটি পরীক্ষায় লাভ করেন প্রথম স্থান।

সেখানে তার বিশেষ ওস্তাদগণের মধ্যে ছিলেন, হযরত আল্লামা আবুল খায়ের রহ. প্রমূখ। ১৩৮৩ হিজরি সনে স্বদেশে পড়ালেখা শেষ করে আরো উচ্চতর শিক্ষার জন্য পাড়ি জমান পাকিস্তানে। ১৩৮৪ হিজরি সনে তিনি ভর্তি হন পাকিস্তানের প্রসিদ্ধ শহর লাহোরের বিখ্যাত প্রতিষ্ঠান জামিয়া আশরাফিয়া লাহোরে। সেখানে তিনি পূণরায় দাওরায়ে হাদীস পড়েন।

উক্ত প্রতিষ্ঠানেও তিনি আল্লাহর রহমতে প্রচুর সুনাম অর্জনে সমর্থ হন। তার ওস্তাদগণের মাঝে আল্লামা রসূল খান রহ., আল্লামা ইদরীস কান্দলভী রহ. প্রমূখ উল্লেখযোগ্য। এতটুকুতে তিনি ক্ষান্ত হননি। আরো উচ্চতর শিক্ষা লাভের আগ্রহে চলে যান পাকিস্তানের মুলতান শহরের প্রসিদ্ধ মাদ্রাসা খাইরুল মাদারিসে।

সেখানে ভর্তি হয়ে প্রখ্যাত ওস্তাজুল মা'কুলাত হযরত আল্লামা মুহাম্মদ শরীফ কাশ্মীরির কাছে ফুনুনাতে আলিয়া সমাপ্ত করেন। কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন সেখানেও। উল্লেখ্য, সেখানকার শিক্ষকগণ তার বিরল মেধা, সাধনা ও কৃতিত্ব দেখে তাঁকে "বাঙ্গাল কা খরকে আদত" (বাংলার বিরল মেধাবী সত্তা) উপাধিতে ভূষিত করেন।

মাদ্রাসা কর্তৃপক্ষও তার মেধা ও কৃতিত্বে মুগ্ধ হয়ে মাদ্রাসার বিশাল বার্ষিক মাহফিলে বিশেষ পুরস্কার ও ইলমি দর্শনের বিশেষ দস্তার (পাগড়ি) প্রদান করেন। এতেও তার জ্ঞান পিপাসা নিবারিত হয়নি। অদৃশ্য জ্ঞান স্পৃহা তাঁকে আবার নিয়ে চলল পাকিস্তানের প্রসিদ্ধ ইসলামি বিদ্যাপীঠ দারুল উলুম করাচিতে। ১৩৮৭ হিজরি সনে দারুল উলুমে ফতোয়া বিভাগে ভর্তি হন এবং মুফতিয়ে আজম হযরত আল্লামা মুফতি আহমদ শফী রহ. এর কাছে ফতোয়ার কোর্স সমাপ্ত করেন।

অধ্যাপনাঃ ১৩৮৮ হিজরি সনে শাওয়াল মাসে তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। দেশে ফিরে তিনি জ্ঞানের মাতৃক্রোড় ঐতিহ্যবাহী জিরি ইসলামিয়া আরবিয়ায় শিক্ষক হিসেবে নিযুক্ত হন। সেখানে সুদীর্ঘ ২৩ বছর দরসে নেজামীর প্রায় প্রত্যেক বিষয়ে কৃতিত্বের সাথে শিক্ষাদান করেন।

দীর্ঘ তেইশ বছরের শেষের দিকে শায়খুল হাদীস পদে উন্নীত হন। ১৪১১ হিজরি সনে জিলক্বদ মাসে জামিয়া ইসলামিয়া পটিয়ার পরিচালক শাইখুল আরব ওয়াল আজম হযরত শাহ্ মোহাম্মদ ইউনুছ সাহেব রহ. এর বিশেষ অনুরোধে জামিয়া ইসলামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস ও মুফতি হিসেবে নিযুক্ত হন।

সেই থেকে অদ্যাবধি তিনি আল্লাহর অসীম করুণায় খেদমতে নিয়োজিত আছেন। গত ২১ শে জুন জামিয়া ইসলামিয়া পটিয়ার প্রধান পরিচালক হাকিমুল ইসলাম আল্লামা মুফতি আবদুল হালিম বোখারি রহ. এর ইন্তেকালে শায়খুল হাদীস পদটি শূন্য হয়। আজ ২৫ জুন মজলিসে ইলমীর সিদ্ধান্তক্রমে ফকিহুদ্দীন আল্লামা মুফতি হাফেজ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ- কে শায়খুল হাদীস পদে নিযুক্ত করেন।

আধ্যাত্মিকতাঃ ইলমে বাতেনি ও আধ্যাত্মিক ক্ষেত্রে প্রথমে তিনি পাকিস্তানের করাচিতে ফতোয়ার কোর্স শেষ করার সময় মুফতিয়ে আজম আল্লামা মুফতি শফী সাহেব রহ. এর মোবারক হাতে বাই'আত গ্রহন করেন।

এরপর দেশে ফিরে আসেন। ইতোমধ্যে মুফতিয়ে আজম ইন্তেকাল করেন। অতঃপর ১৩৯৯ হিজরি রমজান মাসে বাংলার যুগশ্রেষ্ঠ বুযুর্গ হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ্জি হুজুর রহ. এর হাতে বাই'আত গ্রহণ করেন। বাই'আত গ্রহণের দুই বছর পর ১৪০১ হিজরি রমজান মাসে তিনি হযরতকে গুরুত্বপূর্ণ ও মূল্যবান নসিহতসহ ইযাযত ও খিলাফত দান করেন।

কিতাবরচনা: উল্লেখ্য, দরসে নেজামীর প্রায় কঠিন ও গুরুত্বপূর্ণ কিতাবাদী পাঠদান ও নসিহতের অবিরাম ব্যস্ততার দরুন অসাধারণ লিখনী প্রতিভা থাকা সত্ত্বেও, লেখালেখির জন্য তেমনটা সময় ব্যয় করেন নি। তবুও এক্ষেত্রে একেবারে শূন্যও নয়।

তার রচিত উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ:

১. দাফ'উল ইলতিবাস- সহীহ বুখারী শরীফে উল্লেখিত ক্বালা বা'দুন্নাস এর ব্যাখ্যা ও হানাফিদের পক্ষে তার যুক্তিসঙ্গত টাকশালী উত্তরসম্বলিত গ্রন্থ। ২. মাশায়েখে চাটগাম ( উর্দু-বাংলা) ৩. তাজকেরাতুন নুর ৪. তাসকিনুল খাওয়াতির ফি শরহিল আশবাহি ওয়ান্নাওয়াযির ৫. ইসলামের দৃষ্টিতে শেয়ার বাজার ও মাল্টিলেবেল মার্কেটিং

এছাড়াও সরাসরি তার তত্ত্বাবধানে জামিয়া ইসলামিয়া পটিয়া থেকে মাজমুয়ে ফাতোয়ার কাজ চলমান। যা অতি শিগগির প্রকাশিত।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ