শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


একদিনে আরও ৪০ ডেঙ্গু রোগী হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (২৮ জুন) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৭ জন (চলতি বছরে সর্বাধিক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তির তথ্যমতে, নতুন আক্রান্ত ৪০ জনের মধ্যে ৩৮ জনই ঢাকায় এবং দুজন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে ১২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১২১ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছে সাতজন।

চলতি বছর এখন পর্যন্ত এক হাজার ৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭২৭ জন এবং মৃত্যু হয়েছে একজনের।

উল্লেখ্য, ২০২১ সালে ডেঙ্গুতে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ