আওয়ার ইসলাম ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে তেলবাহী একটি ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়ে খাদে পড়ে গেছে।
সোমবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মির্জাপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। তবে বিকল্প লাইনে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সব ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
জানা যায়, বিকেলে একটি তেলবাহী ট্রেন ২৪টি বগি নিয়ে চট্টগ্রাম থেকে রংপুরের দিকে যাচ্ছিল। এ সময় ট্রেনটি মির্জাপুর রেলস্টেশনে পৌঁছালে ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়ে খাদে পড়ে যায়।
মহেড়া রেল স্টেশন মাস্টার মো. শাহীন বলেন, ‘৯৮১ নম্বর তেলবাহী ট্রেনটির ইঞ্জিন ও একটি তেলের বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।’
মির্জাপুর রেলস্টেশন মাস্টার কামরুল হাসান, তেলবাহী ট্রেনটি সম্ভব ব্রেক সমস্যার কারণে লাইনচ্যুত হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এখনও ট্রেনটি উদ্ধারকাজ শুরু হয়নি।
-এএ