আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (১৬ জুন) সকালের এই ঘটনায় মোহাম্মদ সেলিম নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি বালুখালী ২ নং ক্যাম্পে বসবাসকারী আবদুল শুক্কুরের ছেলে।
গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেন রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক। তিনি বলেন, গুলি বিনিময় হয়েছে আরসা ও মুন্না নামে রোহিঙ্গাদের দুটি গ্রুপের মধ্যে। নিহত সেলিম আরসা গ্রুপের সদস্য।
মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ বিষয়টি নিয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এছাড়া তদন্তের মাধ্যমে ঘটনার বিস্তারিত উদঘাটন করা হবে। এদিকে, গোলাগুলিতে নিহত যুবকের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
-এটি